Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাতাসে বসন্ত । রঙের উৎসবের আমেজ । ছুটি ছুটি মন নিশ্চয় । হাতে দুই-তিনদিনের ছুটি নিয়ে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন ? বেশি ভাবতে হবে না । একটা দারুণ জায়গার খোঁজ নিয়ে আমি শুভশ্রী আজ চলে এসেছি । যদিও সেই জায়গা একেবারেই কোনও অফবিট নয় । সকলেরই চেনা । পুরুলিয়া । শিমুল-পলাশের দেশ । যেখানে প্রকৃতি তার রূপ ঢেলে দিয়েছে । পাহাড়, লেক, ঝর্ণা কি নেই । আজ আপনাদের সেখানেই নিয়ে যাব । প্রথমেই পুরুলিয়া গেলে কোন কোন জায়গা একেবারেই মিস করবেন না, দেখে নিন
আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
অযোধ্যা পাহাড়
বামনি ফলস
লোয়ার ড্যাম
আপার ড্যাম
মার্বেল লেক
মুখোশ গ্রাম
তুর্গা ফলস
বড়ন্তি
গড়পঞ্চকোট
জয়চন্ডী পাহাড়











