Bangla News Dunia ,Pallab : ভোটার কার্ডে সিরিজ বিভ্রাট নিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা শুরু হয়েছিলো। তবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে ভোটের কার্ডে সিরিজ বিভ্রাটের সংশোধন শুরু হয়ে গেছে। ভোটার তালিকা নিয়ে জেলা প্রশাসনের উপর রীতিমতো চাপ বেড়ে গেছে।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি জেলা প্রশাসনিক নির্বাচনী দপ্তরগুলিতে সাধারণ মানুষের ভিড় ক্রমশ বেড়েছে কারণ ভোটার কার্ডের সিরিজ বিভ্রাট। তবে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী ভোটার কার্ডের নম্বরের গোড়ায় থাকা তিন অক্ষরের সিরিজ বিভ্রাটের সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
যাদের এই জাতীয় সমস্যা ধরা পড়েছে জেলা প্রশাসন তাদের নামের তালিকাও প্রস্তুত করে ফেলেছে। সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডে থাকা নম্বরের প্রথম তিনটি অক্ষর দিয়েছে।
আসলে একটি বিধানসভার জন্য একটি সিরিজই কার্যকর থাকে যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নম্বর পান ভোটাররা।
এখন সিরিজ বিভ্রাটের ক্ষেত্রে অভিযোগ এই যে রাজ্যের কোনও বিধানসভার সিরিজের সঙ্গে অন্য রাজ্যের কোনও এলাকার সিরিজ হয়ত মিলে যাচ্ছে।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
প্রশাসনিক সূত্রের তরফ থেকে করা বক্তব্য অনুযায়ী এই সিরিজ বিভ্রাটের থেকেই জন্ম নিয়েছে ভোটার তালিকায় জল থাকার বিতর্কটি। এরফলে এই একটি ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমশ বেড়েই চলেছে।
জেলা প্রশাসনিক কর্তারা বলছেন এক অংশের মানুষ তাদের কাছে এই বিষয়ক অভিযোগ আনছেন ও তার ভিত্তিতে তৈরি হচ্ছে তালিকা। এই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে ও তারপর কমিশন তা থেকে উপযুক্ত পদক্ষেপ করবেন।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা













