দক্ষিণে শনিবার থেকেই চড়বে পারদ ! মনোরম উত্তর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দাপট আজ থেকে ফের বাড়তে থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবারে পারদ নেমে যাওয়ায় দুদিনে বাতাসে বসন্তের ছোঁয়া পাওয়া যাচ্ছিল। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় গরমের অস্বস্তি সেভাবে ছিল না। আজ শনিবার থেকেই পারদ চড়বে।

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

সর্বোচ্চ তাপমাত্রার কমার আর কোনও পূর্বাভাস নেই। পরশু সোমবার 10 মার্চের পর থেকে পারদ আরও কিছুটা চড়বে। আগামী সপ্তাহে চড়া গরমের অস্বস্তি বোধ হতে শুরু করবে। আগামী সপ্তাহে দোল বা রঙের উৎসব হোলি। সেই সময় হালকা ঠান্ডার রেশের বদলে বেশ গরমের অস্বস্তি থাকবে রঙের উৎসবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

ক্যালেন্ডারে বসন্ত কাল এখন৷ এই সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রত্যাশিত। আলিপুর আবহাওয়া দফতর বলছে, মার্চ মাসে এই ধরনের আবহাওয়াই স্বাভাবিক। দুদিনের বিরতির পরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা একটু ওপরে থাকার সম্ভাবনা রয়েছে। গত পরশু এবং গতকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কম অবস্থান করলেও আপাতত আরামদায়ক ঠান্ডার আর সম্ভাবনা নেই।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পরশু, 10 মার্চ (সোমবার) থেকে ফের চড়বে তাপমাত্রার পারদ। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বসন্তকালের নাতিশীতোষ্ণ আবহাওয়া সেখানেও সেভাবে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন