Bangla News Dunia, Pallab : উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal Weather Update) ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায়। রবিবার থেকে বৃষ্টি কমবে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী সপ্তাহের শুরু ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ফের বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বসন্ত উৎসব ও হোলির আগেই কলকাতায় পারদ ৩৪-৩৫ ডিগ্রি আর জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১০ মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে বলে অনুমান আবহবিদদের।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড