Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন প্যান কার্ড (Pan Card) পাওয়া যাবে খুব সহজেই। সামান্য কয়েকটা ধাপ পার করলেই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মাত্র ৫০ টাকা খরচ করেই পাবেন নতুন QR যুক্ত প্যান কার্ড। আর এই সুবিধা পাওয়ার জন্য কি করতে হবে? ভারত সরকারের তরফ থেকে এই প্যান কার্ড কিভাবে মিলবে? আসুন দেখে নেওয়া যাক সেই বিষয়ে বিস্তারিত।
Pan Card Application 2025
যদি আপনার পুরনো প্যান কার্ডটি কোনোভাবে হারিয়ে গিয়ে থাকে অথবা আপনি সুরক্ষিত এবং নতুন আপডেটেড প্যান কার্ড চান, তাহলে এখন প্যান কার্ড এর আবেদন করা অনেক বেশি সহজ হয়ে গেছে। আপনি বাড়িতে বসেই মাত্র ৫০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন আধুনিক QR কোডযুক্ত প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন। কেন্দ্র সরকার চালু করেছে প্যান ২.০ প্রকল্প। এই নয়া প্রকল্পের মাধ্যমে আপনি আপনার আগের পুরনো প্যান কার্ড পরিবর্তন করে পাবেন নতুন কিউআর কোড যুক্ত প্যান কার্ড।
আগের তুলনায় এই প্যান কার্ড অনেক বেশি সুরক্ষিত, আধুনিক। তাছাড়া তথ্য যাচাইয়ের জন্য সুবিধাজনক এই প্যান কার্ড। তবে যদি আপনি স্থির করে থাকেন নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন, তাহলে কিভাবে ও কোন পদ্ধতিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন তা আগের থেকে জেনে নিন। এসব ছাড়াও নতুন প্যান কার্ড ২.০-এর বৈশিষ্ট্য হল এই প্যান কার্ড কিউআর কোড যুক্ত হবে। যা দ্রুত তথ্য যাচাই করতে সক্ষম। এতে সুরক্ষিত করা থাকবে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য উদাহরণস্বরূপ গ্রাহকদের নাম, জন্ম তারিখ, পিতার নাম ইত্যাদি। সবই এনক্রিপ্টেড অবস্থায় সুরক্ষিত করা থাকে।
আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
ইতিমধ্যে কেন্দ্র সরকার নতুন প্যান কার্ডের জন্য চালু করেছে দুটি নতুন পোর্টাল। যার মধ্যে একটি হল Protean (NSDL). এটি পূর্বে পরিচিত ছিল NSDL e-Governance নামে। আর অপরটি হলো UTI Infrastructure Technology and Services Limited (UTIITSL). আপনাকে দেখে নিতে হবে আপনার পুরনো প্যান কার্ডের পিছনে কোন সংস্থার মাধ্যমে কার্ডটি ইস্যু করা রয়েছে। এরপর আপনি সেই অনুযায়ী যে কোনও একটি পোর্টালে আবেদন জমা করুন।
নতুন প্যান কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?
আপনি যদি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিন। NSDL থেকে প্যান কার্ড আবেদনের পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো।
- প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে যেমন- প্যান নাম্বার, আধার নাম্বার, জন্মতারিখ ইত্যাদি।
- তারপর আপনাকে নির্দিষ্ট টিক বক্স চেক করে নিতে হবে।
- সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নতুন পেজে যান।
- আপনার আপডেট করা তথ্যগুলি যাচাই করুন।
- এরপর দেখবেন আপনার মোবাইলে একটি OTP আসবে।
- সেক্ষেত্রে আপনি চাইলে মোবাইল বা ইমেইলয়ের মাধ্যমেও OTP পেতে পারেন।
- এরপর আপনাকে ৫০ টাকা ফি হিসেবে পরিশোধ করতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘Submit’ অপশনে।
- পেমেন্ট হয়ে যাওয়ার পর Acknowledgment Receipt অপশনটি পাবেন।
- এরপর ২৪ ঘণ্টার মধ্যে আপনি সরাসরি NSDL-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন ই-প্যান।
- ১৫ থেকে ২০ দিনের মধ্যে ফিজিক্যাল ঠিকানায় প্যান কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন
আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন