ইশ্বর কি আদৌ আছেন ? কোথায় তিনি ? বিরাট প্রমাণ দিলেন বিজ্ঞানী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনারও মনে প্রশ্ন জাগতে পারে – গণিত আর ঈশ্বরের অস্তিত্বের মধ্যে সম্পর্কটা ঠিক কী ? ইশ্বর কোথায় আছেন ?

আসলে, সম্প্রতি বিজ্ঞানী ডঃ সুন টকার কার্লসন নেটওয়ার্কে কথা বলেছেন। সেখানে তিনি “ফাইন-টিউনিং তর্ক” নিয়ে আলোচনা করেছেন। এই ফাইন-টিউনিং তত্ত্ব অনুযায়ী, মহাবিশ্ব এমনভাবে তৈরি, যা মানুষের বেঁচে থাকার জন্য একদম নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। এত নিখুঁত ডিজাইন কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

‘ফাইন-টিউনিং তর্ক’

ডঃ সুন “ফাইন-টিউনিং তর্ক”-এর উপর ভিত্তি করে নিজের যুক্তি তুলে ধরেন। এই ধারণাটি প্রথম সামনে আনেন কেমব্রিজের বিখ্যাত গণিতবিদ পল ডিরাক। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে ডঃ সুন ১৯৬৩ সালে ডিরাকের বক্তব্যের উল্লেখ করেন, যেখানে ডিরাক বলেছিলেন যে, মহাবিশ্বের সমস্ত নিয়মের এমন নিখুঁত সামঞ্জস্য শুধু কোনো মহান বুদ্ধি বা কোনো বিশাল শক্তির কাজ হতে পারে।

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

“ঈশ্বর এক মহান গণিতজ্ঞ”

ডিরাক লিখেছিলেন, “এই সমস্ত কিছু দেখে সহজেই বলা যায় যে ঈশ্বর এক মহান গণিতজ্ঞ।” তবে, ইতিহাসে দেখা যায়, বেশিরভাগ বিজ্ঞানী বিজ্ঞান ও ধর্মকে আলাদা রাখতে পছন্দ করেন এবং এই দুইকে একত্র করতে চান না। কিন্তু ডঃ সুনের যুক্তি হলো, গণিত আর মহাবিশ্বের মধ্যকার এই নিখুঁত সামঞ্জস্য ইচ্ছাকৃত পরিকল্পনারই প্রমাণ।

তিনি বলেন, “ঈশ্বর আমাদের এই আলো দেখিয়েছেন, যাতে আমরা সেই আলোকে অনুসরণ করে আমাদের জন্য সর্বোত্তম পথ খুঁজে নিতে পারি।” তার মতে, এই মহাবিশ্বকে শাসন করা সমস্ত সমীকরণগুলোই এক ঐশ্বরিক সৃষ্টিকর্তার ফিঙ্গারপ্রিন্ট হতে পারে।

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন