রাজ্যপালের নামে অনলাইন জালিয়াতি ! জানুন কি পদক্ষেপ নিলো রাজভবন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামে অনলাইন জালিয়াতি ! সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে বলে আভিযোগ। এ বিষয়ে একাধিক আভিযোগ জমা পড়েছে রাজভবনে। যা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রাজভবনের আধিকারিক জানিয়েছেন।

সাধারণ মানুষ যাতে রাজভবনের নামে কোনও ফোন কল বা হোয়াটসঅ্যাপ কল কিংবা এসএমএসে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে রাজভবনের তরফে ৷ শুধু তাই নয়, রাজভবনের নামে কেউ কোনও প্রকার অর্থ চাইলে সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, প্রতারকরা বাংলার রাজ্যপালের সঙ্গে সম্পর্কিত জাল চুক্তি বা দেখা করার সুযোগ করে দেওয়ার আড়ালে ফোন কলের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। এই অভিযোগ পাওয়ার পরই সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাজভবন। সে খবর ইতিমধ্যে প্রতারকদের কাছে পৌঁছেও গিয়েছে। যে কারণে তারা সতর্কতা অবলম্বন করায় প্রতারণার অভিযোগের সংখ্যা কমতে শুরু করেছে। তবে রাজভবনকে কেন্দ্র করে কোনওরকম বেআইনি আর্থিক লেনদেনের খবর পেলে তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷

রাজভবনের মুখপাত্র জানিয়েছেন, এই কেলেঙ্কারিগুলি কোনও পরিস্থিতিতেই প্রাধান্য দেওয়া উচিত নয়। যে কেউ এমনভাবে যোগাযোগ করলে অবিলম্বে পুলিশকে ঘটনাটি জানাতে হবে। শুধু তাই নয়, রাজ্যপালের নামে যে বা যারা সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট তৈরি করেছেন তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ইতিমধ্যে সেই জাল একাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে রাজভবনের তরফে। তদন্ত চলছে বলে এক আধিকারিক জানিয়েছেন।

একইসঙ্গে রাজভবনের দাবি, রাজভবন বা রাজ্যপালের পারিবারিক কিংবা কার্যালয়ে নিযুক্ত কোনও ব্যক্তি বা সংস্থা রাজ্যপাল বা রাজভবনের নামে কোনওরকম বেআইনি আর্থিক লেনদেন করলে সে বিষয়েও আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনওরকম প্রতারণামূলক ফাঁদে যাতে কেউ পা না দেয় সে বিষয়ে সাধারণকে সচেতন করা হয়েছে।

আরও পড়ুন:- দোলপূর্ণিমা ঠিক কখন পড়ছে? জেনে নিন পুজোয় শুভ সময় ও তিথি

আরও পড়ুন:- ১২০টি দেশে ভিসা-হীন এন্ট্রি! কর দিতেও হবে না, কিভাবে মাস্টারস্ট্রোক দিলেন ললিত মোদী ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন