Bangla News Dunia, Pallab : প্রতিশোধের আগুনে জ্বলছে সিরিয়া। টার্গেট করা হচ্ছে আলাওয়াইট নামে সংখ্যালঘু শ্রেণির মানুষদের। উপকূলবর্তী লাটাকিয়া এবং টারটস এলাকায় তাঁদের বাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, আলাওয়াইটদের বেছে বেছে খুন করা হচ্ছে। লাটাকিয়া এবং টারটসের বিভিন্ন রাস্তায় পড়ে আছে দেহের স্তূপ। এই গোষ্ঠীটি আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিল। প্রশাসন এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পেয়েছিলেন আলওয়াইটরা। সেকারণেই তাঁদের টার্গেট করা হচ্ছে বলে অনুমান।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
এদিকে, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী এবং প্রাক্তন রাষ্ট্রপতি বাশার-আল-আসাদের অনুগামীদের মধ্যে সংঘর্ষ চলছে সিরিয়ায়। বৃহস্পতিবার লাটাকিয়া প্রদেশের জাবলেহতে আসাদের অনুগামীরা নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালান। তার পর থেকে লড়াই শুরু হয়। যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দু’দিনে ৭৪৫ জন সাধারণ মানুষ, সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ১২৫ জন জওয়ান এবং আসাদের বাহিনীর ১৪৮ জন সদস্য নিহত হয়েছেন। তবে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে, বাস্তবে মৃতের সংখ্যা আরও বেশি।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
গত ডিসেম্বরে হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল-আসাদকে উৎখাত করে সিরিয়ায় ক্ষমতায় আসেন। এরপর মস্কোয় আশ্রয় নিয়েছিলেন আসাদ। দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে এখনও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তার আগেই দেশটিতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড