৫ স্পেশাল FD স্কিম সম্পর্কে জেনে নিন যেখানে ৮.০৫% পর্যন্ত সুদ পাবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Fixed-Deposit

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফিক্সড ডিপোজিট (FD) স্কিম এখনও ভারতে বেশ জনপ্রিয়। আজ SBI-সহ এমন কয়েকটি ব্য়াঙ্কের স্কিম জানতে পারবেন, যেখানে সাধারণ FD-র চেয়ে বেশি সুদ মিলছে। বিশেষভাবে প্রবীণ নাগরিকরা এতে বাড়তি সুদ পাবেন।

ফিক্সড ডিপোজিটের সুযোগ সীমিত সময়ের জন্য। ৩১ মার্চ, ২০২৫-এর পর সুদের হার বদলালে কিন্তু সেক্ষেত্রে এই হিসাব না-ও মিলতে পারে।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট কমানোর ঘোষণা করেছে। ফলে শীঘ্রই ফিক্সড ডিপোজিটের সুদের হার পাল্টাতে পারে। তাই ভাল রিটার্ন পেতে চাইলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করুন।

আসুন এমন কিছু ফিক্সড ডিপোজিট স্কিম জানা যাক:

আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন

SBI অমৃত বৃ্ষ্টি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এই বিশেষ FD স্কিমের মেয়াদ ৪৪৪ দিন। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫%। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫% সুদ।

SBI অমৃত কলস

SBI-র আরেকটি বিশেষ FD স্কিম অমৃত কলস। এই স্কিমের মেয়াদ ৪০০ দিন। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৭.১০%। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬০% সুদ।

IDBI ব্যাঙ্ক 

IDBI ব্যাঙ্কের বিশেষ FD-র সুদের হার তার মেয়াদকালের উপরই নির্ভরশীল।

৫৫৫ দিনের জন্য:

  • সুপার সিনিয়র নাগরিকদের জন্য সুদ ৮.০৫%
  • প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৭.৯০%
  • সাধারণ নাগরিকদের জন্য সুদ ৭.৪০%

৪৪৪ দিনের জন্য:

  • সুপার সিনিয়র নাগরিকদের জন্য সুদ ৮%
  • প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৭.৮৫%
  • সাধারণ নাগরিকদের জন্য সুদ ৭.৩৫%

IND Supreme 400 Days

ইন্ডিয়ান ব্যাংকের IND Supreme স্কিমে ৪০০ দিনের মেয়াদে সুপার সিনিয়র নাগরিকরা পাবেন ৮.০৫% সুদ। প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৭.৮০% এবং সাধারণ নাগরিকরা পাবেন ৭.৩০% সুদ।

IND Super 300 Days

IND Super স্কিমে ৩০০ দিনের মেয়াদে সুপার সিনিয়র নাগরিকরা পাবেন ৭.৮০% সুদ। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫৫% এবং সাধারণ নাগরিকদের জন্য সুদ ৭.০৫%।

এই বিশেষ FD স্কিমগুলিতে বিনিয়োগের সুযোগ সীমিত। তাই সময় থাকতেই সঠিক সিদ্ধান্ত নিন!

আরও পড়ুন:- ক্রমশ মুখ ঢেকে যাচ্ছে নেকড়ার মত লোমে, কোন রোগের শিকার কিশোর ললিত ?

আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন