সেভিংস অ্যাকাউন্টে কত টাকার বেশি লেনদেন করলে আয়কর নোটিশ আসে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সেভিংস একাউন্টে আপনি কত টাকা জমা রাখতে পারবেন, আর কত টাকা জমা দিলে আইকর দপ্তরের নজরে আসতে পারেন? এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে। বিশেষ করে যারা নগদ লেনদেন বেশি পরিমাণে করে থাকেন তাদের জন্য আয়কর সংক্রান্ত নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরী। 

কারণ নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা জমা রাখলে বা তুললে ব্যাংক সরাসরি সেই তথ্য আয়কর দপ্তরকে জানিয়ে দেয়। আজকের প্রতিবেদনে দেখে নিন, কত টাকা পর্যন্ত তুললে বা জমা করলে আয়কর নোটিশ পাওয়ার ঝুঁকি থাকে।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

বছরে ১০ লাখ টাকা নিরাপদ

আয়কর আইনের নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি যদি ১ বছরে তার সেভিংস একাউন্টে নগদ ১০ লক্ষ টাকার বেশি জমা দেন, তাহলে সেই লেনদেনকে হাই ভ্যালু ট্রানজেকশন হিসেবে ধরে নেওয়া হয়।

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলির কাছে নির্দেশ রয়েছে, এমন লেনদেন হলে তা সরাসরি আয়কর দপ্তরকে জানাতে হবে। ফলে যদি আপনার বার্ষিক নগদ লেনদেন ১০ লক্ষ টাকার বেশি হয়ে যায়, তাহলে আপনি আয়কর দপ্তরের নজরে আসতে পারেন এবং নোটিশ পেতে পারেন।

দৈনিক নগদ লেনদেনের সীমা কত?

অনেকের মনের প্রশ্ন থাকে যে, দিনে কত টাকা লেনদেন করা যেতে পারে? আয়কর আইনের 269ST ধারা অনুযায়ী একদিনে সর্বোচ্চ ২ লক্ষ টাকার বেশি নগদ উত্তোলন বা জমা দেওয়ার যাবে না। যদি কোন ব্যক্তি দিনে ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করে থাকেন, তাহলে সেটিও আয়কর দপ্তরের তালিকায় চলে আসে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন