Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- যারা হিন্দু শাস্ত্র মানেন তারা বাড়িতে ভগবানের ছবি রাখেনই। বাড়ির দেওয়ালে বিভিন্ন দেব – দেবীর ছবি রাখতে দেখা যায়। তবে বাড়ির কোন দিকে ভগবান শিবের ছবি লাগাবেন তা জেনেই ভগবানের শিবের ছবি লাগানো উচিত। বাস্তুমতে বাড়ির সঠিক দিকে মহাদেবের ছবি রাখলে তা কল্যাণদায়ক হয়। তবে বাড়ির দেওয়ালে কখনোই ক্রোধান্বিত মহাদের ছবি রাখা উচিত নয় , যা বাড়ির সুখ – শান্তির জন্য শুভ নয়।
আরো পড়ুন :- যে কোনো পাথর – রত্ন ধারণ করবার পূর্বে এই সতর্কতাগুলি অবলম্বন করা উচিত
বাড়ির দেওয়ালে ভগবানের ছবি রাখা ভালো। আর দেবাদি দেব মহাদেবের ছবি রাখা খুবই ভালো। কিন্তু এই ছবি রাখার সঠিক দিক কোনটি তা জেনেই ছবি রাখা উচিত। মহাদেবের ছবি লাগানের সঠিক দিক হলো উত্তর দিক , কারণ মহাদেব এই দিকেই বসবাস করেন অথাৎ তিনি কৈলাশ পর্বতে বসবাস করেন।
সেই কারণেই বাড়ির দেওয়ালে ছবি রাখলে উত্তর দিকে রাখা উচিত। আর এই দিকেই মহাদেবের ছবি টাঙ্গানো শুভ বলে বিবেচিত হয়। তবে কখনোই ছেড়া ছবি টাঙাবেন না। মহাদেব তার পরিবার নিয়ে এই উত্তর দিকেই বসবাস করেন। বাড়ির উত্তর দিকের দেওয়ালে ভগবান শিবের ধ্যান করার ছবি বা নন্দীর উপর বসা ছবি বা পুরো পরিবার নিয়ে বসে থাকা ছবি টাঙ্গানো শুভ।
আরো পড়ুন :- পরিবারে অশান্তি , অভাব , সমস্ত কাজে বিফল ? একটি নারকেল দূর করতে পারে সমস্ত সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)