Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাধ্যমিক পাশ করেছেন? তবে স্কলারশিপ পাবেন আপনিও (Student Scholarship). এই রাজ্য ও দেশে চালু রয়েছে বেশ কিছু জনপ্রিয় স্কলারশিপ। এমনই পাঁচটি সেরা স্কলারশিপ এর বিবরণ রইলো আজকের প্রতিবেদনে। ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপগুলি অন্ততপক্ষে ১৫ হাজার টাকার আর্থিক সাহায্য করছে। তাহলে আর দেরি কেন? আসুন স্কলারশিপগুলির বিবরণ জেনে নেওয়া যাক।
Top 5 Student Scholarship 2025
ছাত্র-ছাত্রীদের জন্য চালু রয়েছে বৃত্তি প্রকল্প। এই বৃত্তি প্রকল্পগুলির উদ্দেশ্য হলো পড়াশোনার পথে যেন তাঁরা কোনো ভাবে বাধাপ্রাপ্ত না হন। আর্থিক সমস্যার কারণে তাদের পড়াশোনা মাঝপথে রুখে যায়। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে চালু করা হয়েছে বেশ কিছু বৃত্তি প্রকল্প। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই বৃত্তিতে আবেদন করতে পারবেন (Madhyamik Pass Scholarship) এমনই পাঁচটি মাধ্যমিক পাশ স্কলারশিপ প্রকল্পের সুলুক সন্ধান আপনার জন্য রইল।
১) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ
প্রথমেই উল্লেখ করতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ সম্পর্কে। এই বৃত্তি প্রকল্পটি হল মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য। যারা
পড়াশোনায় দক্ষ কিন্তু আর্থিকভাবে অনগ্রসর, সেই সকল পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ অথবা তার অধিক নম্বর পেলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে এই স্কলারশিপে আবেদন করলে অন্য কোনো স্কলারশিপ নেওয়া যাবে না। অক্টোবর নভেম্বর মাস নাগাদ এই স্কলারশিপের আবেদন গ্রহণ করা হবে।
আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?
২) সীতারাম জিন্দাল স্কলারশিপ
সীতারাম জিন্দাল স্কলারশিপ একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটিতে যোগ্যতার ভিত্তি অনুসারে ৫ টি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিলেন, তাঁদের থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার কম। এই বৃত্তিতে যোগ্য প্রার্থীরা মাসিক ৫০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত সহায়তা পাবেন।
৩) নবান্ন স্কলারশিপ
পশ্চিমবঙ্গে চালু থাকা নবান্ন স্কলারশিপ হলো একটি সরকারি বৃত্তি প্রকল্প। এই স্কলারশিপটি মাধ্যমিক পাশে ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করে। এই বৃত্তি দেওয়া হয় সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন থেকে। স্কলারশিপে আবেদন জমা করার জন্য ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ৬০ হাজার টাকা। অথবা তার কম। সারা বছর ধরে স্কলারশিপটির আবেদন গ্রহণ করা হয়।
৪) ঐক্যশ্রী স্কলারশিপ
পশ্চিমবঙ্গে চালু থাকা আরো একটি সরকারি বৃত্তি প্রকল্প হল ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটি কেবলমাত্র রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়। স্কলারশিপ দেওয়া হয় প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আপনাকে পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি, আবেদনকারীর বাৎসরিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কম।
৫) এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপ
একটি বেসরকারি স্কলারশিপ হিসেবে এই বৃত্তি প্রকল্পকে তালিকায় রাখাই যায়। এটি হল এমন একটি স্কলারশিপ স্কিম যা এলআইসি মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা এই স্কলারশিপে আবেদন জমা করতে পারবেন। এর জন্য পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস
আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি