Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে সুখী হতে মেনে চলুন চাণক্য নীতি ! মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যর মন্ত্রী কৌটিল্য বা চাণক্যের নীতি বাক্য গুলি ভারতে প্রচলিত সেটি আমাদের কাছে শিক্ষণীয়। সেই নীতি অনুযায়ী সুখী জীবন লাভের জন্য কতগুলো বিষয়কে আলোচনা বৃত্তের বাইরে রাখাটাই সঙ্গত।
এক নজরে দেখুন —–
১. ব্যক্তিগত সমস্যার কথাও ৫ কান না হওয়াই ভাল। ব্যক্তিগত কথা জন সমক্ষে উঠে এলে অন্যের কাছে উপহাসের পাত্র হতে হয়।
২. আপন স্ত্রীর চরিত্র নিয়ে ঘনিষ্ঠ জনের কাছেও মুখ না খোলাই ভাল। বুদ্ধিমান মানুষ কখনওই এমন কাজ করেন না।
৩. খুব বেশি সৎ হতে গেলে গেলে বেশি খেসারত দিতে হবে। সৎ ব্যক্তিরাই সবার আগে রাজনীতির শিকার হন।
৪. কোনও কাজ শুরু করলে ব্যর্থতার ভয় পেলে চলবে না। আপনি পিছিয়ে এলে আপনারই ক্ষতি।
৫. সকল গুজব থকে নিজেকে সরিয়ে রাখুন।
৬. জীবনে দেখা এবং শেখার চোখ সব সময়ে খোলা রাখুন।
৭. বুদ্ধিমান ব্যক্তিকে কখনো বোকা বানাতে যাবেন না। তাঁর সঙ্গে সহজ সম্পর্কই তৈরি করুন।
৮. আপনার হবু স্ত্রী কতটা বিশ্বাস যোগ্যা, তা জেনে নেওয়াটা প্রাথমিক কর্তব্য।
৯. যেকোনো পরিস্থিতিতে মিথ্যাবাদী স্ত্রীলোককে বিবাহ করা উচিত নয়।
আরো পড়ুন :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবন বদলে দেবে
১০. যে নারী গৃহকর্ম সম্পর্কে অজ্ঞ, তার বিবাহ না করাই উচিত। আজকের দিনে উপদেশটা সত্যি মেনে চলার মতো।
এই সকল উপদেশ মেনে জীবনে চলুন।
Highlights
1. জীবনে সুখী হতে মেনে চলুন চাণক্য নীতি !
#চাণক্য #জীবন