Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গাড়িতে চাপলে বমি হয় ? কেউ কেউ অফিস বা ব্যক্তিগত কাজে দীর্ঘ পথ গাড়ি করে যেতে হয় । কিন্তু গাড়িতে উঠে সেই দীর্ঘ যাত্রা পথে বিড়ম্বনায় পড়তে হয়। যেমন নানা সমস্যার মধ্যে মাথা ঘোরা, বমি ভাব আবার কেউ কেউ মাথা ব্যথা সমস্যায় পড়ে। তাই এই সব সমস্যার কারনে কেউ কেউ আবার গাড়ি বা বাসে চড়তে ভয় পান। এটিকে মোশন সিকনেস বলে যা গতি ও জড়তার ফলে মস্তিষ্কের সাথে সমন্বয়হীনতা ঘটে।
এমন জটিল পরিস্থিতি থেকে নিজেকে রক্ষার উপায় জেনে নিন ——
১. দীর্ঘ ভ্রমণ পথে যাদের এই রকম জটিল পরিস্থিতিতে পড়ার সম্ভবনা রয়েছে তারা অবশ্যই সঙ্গে এক টুকরো আদা রাখুন। আর গাড়িতে উঠার আগে এক টুকরো আদা মুখে নিয়ে চিবাতে থাকুন। এতে সমস্যা কমবে।
২. অবশ্যই আপনি চেষ্টা করুন গাড়ির সামনের সারিতে বসার। আর যারা রাতে বের হোন তারা অবশ্যই গাড়িতে ঘুমানোর চেষ্টা করুন।
৩. ধূমপান থেকে বিরত থাকুন। বাইরের খাবার একে বারে বাতিল করতে হবে। প্রয়োজন আদা চা পান করে নিন।
৪. অবশ্যই ব্যাগে নিন লেবু পাতা। লেবু পাতার গন্ধ বমিবমি ভাব দূর করে।
৫. গাড়ির জানালার পাশে বসুন ও জানালা খুলে রাখুন।
আরো পড়ুন :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবন বদলে দেবে
৬. গাড়িতে উঠে বই পড়া, ইন্টারনেট ব্রাউজিং বা মোবাইল গেইম থেকে বিরত থাকুন।
খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বমি নিরোধক ট্যাবলেট সঙ্গে রাখুন।
Highlights
1. গাড়িতে চাপলে বমি হয় ?
2. বমি নিরোধক ট্যাবলেট সঙ্গে রাখুন
#car #Health