Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি রুখতে নতুন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অতিরিক্ত বেতন বৃদ্ধি নিয়ে অভিভাবকদের অসন্তোষ ক্রমেই বাড়ছে। সেই সমস্যার সমাধানে রাজ্য সরকার দ্রুত একটি নতুন বিল আনতে চলেছে।
বিধানসভায় বিতর্ক, সরকারের প্রতিশ্রুতি
মঙ্গলবার এক বিজেপি বিধায়ক বেসরকারি স্কুলগুলির অত্যধিক ফি বৃদ্ধির প্রসঙ্গ তোলেন। উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আমাদের কাছে বহু অভিযোগ এসেছে— স্কুলের বাড়তি ফি, অতিরিক্ত খরচের চাপ, এমনকি পরিকাঠামোগত সমস্যাও রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সরকার বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই এই বিষয়ে বিধানসভায় বিল আনা হবে।’
পুরনো প্রতিশ্রুতি, নতুন উদ্যোগ
এই প্রথম নয়, ২০২৩ সালের অগাস্ট মাসেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একই ধরনের কমিশন গঠনের কথা বলেছিলেন। তবে সেই সময়েও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার বিধানসভাতেই আবারও কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?
ব্রাত্য বসু আরও জানান, বাংলা মাধ্যম স্কুলের চাহিদা কমছে, অধিকাংশ অভিভাবক ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছেন। ফলে বেসরকারি স্কুলগুলিতে ছাত্রসংখ্যা বাড়ছে, যার জেরে ফি বৃদ্ধির সমস্যাও বাড়ছে।
হাইকোর্টের ভর্ৎসনা ও সরকারের দায়বদ্ধতা
২০২৩ সালে কলকাতা হাইকোর্ট বেসরকারি স্কুলগুলির বেতন সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছিল। বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন স্কুলের ফি বৃদ্ধির উপর নজরদারির ব্যবস্থা নেই? একইসঙ্গে, সরকারের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়, একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে।
সরকারি কমিশনের ভবিষ্যৎ
বেসরকারি স্কুলগুলির অতিরিক্ত মুনাফা রুখতে সরকারি পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে এবারের নতুন বিল কার্যকর হলে, অভিভাবকদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, সরকার তার প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপায়িত করতে পারে।
আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস
আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি