দলিলের জন্যে আর অফিসে অফিসে দৌড়াতে হবে না, অনলাইনেই হবে সব কাজ !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের মানুষের জন্য জমি-বাড়ি সংক্রান্ত কাজ সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে পশ্চিমবঙ্গ সরকার। জমি এবং বাড়ির দলিল সংগ্রহ করতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। অনলাইনের মাধ্যমেই মিলবে এখন থেকে সার্টিফায়েড কপি।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল। নবান্নে জমা পড়ছিল অসংখ্য অভিযোগ। সেখানে মানুষ জানাচ্ছিলেন যে, দলিল পেতে দিতে হচ্ছে ঘুষ। এমনকি দিনের পর দিন অফিসে ঘুরে বেড়াতে হচ্ছে। তাই এবার অনলাইন ‘ল্যান্ড এন্ড হাউস রেজিস্ট্রেশন’ ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার।

কীভাবে কাজ করবে এই নতুন অনলাইন পোর্টাল?

আগে দলিল সংগ্রহের জন্য রেজিস্ট্রি অফিসে গিয়ে আবেদন জমা করতে হতো। তবে বিভিন্ন দালাল ও ঘুষের ফাঁদে পড়তো সাধারণ মানুষ। তবে এখন থেকে দলিলের সার্টিফায়েড কপি শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। মূল হার্ড কপি সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে আইজিআর রশিদ দেখিয়ে সংগ্রহ করতে হবে। 

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

বাংলা সহায়তা কেন্দ্রেও মিলবে সুবিধা

অনেকেই অনলাইনে পারদর্শী নয়। তাদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা। রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও এখন থেকে এই পরিষেবা নেওয়া যাবে। তবে অনলাইনে দলিলের কপি পেতে লাগবে নামমাত্র খরচ। 

  • কোর্ট ফি হিসেবে লাগবে ১০ টাকা।
  • নন জুডিশিয়াল স্টাম্পের জন্য লাগবে ১০ টাকা। 
  • সার্চ ফির জন্য লাগবে ২ টাকা।
  • ইন্সপেকশন ফির জন্য লাগবে ২ টাকা।
  • প্রতি পাতা কপির জন্য লাগবে ৭.৫০ টাকা। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন