রেশন নয়, মিলবে হাতে নাতে টাকা ! বিরাট উদ্যোগ সরকারের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের খাদ্য সুনিশ্চিত করতে ভারত সরকার রেশন প্রকল্প সূচনা করেছেন। করোনা মহামারীর কারণে দেশের সাধারণ মানুষের রোজগার যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন তাদের নূন্যতম মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানেও বিনামূল্যে রেশন সরবরাহ করছে ভারত সরকার। তবে একাধিক সময় রেশন দুর্নীতি অভিযোগ উঠে এসেছে ডিলার অথবা নেতা মন্ত্রীদের নামে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

তাই ভারত সরকার এবার থেকে রেশন সামগ্রিক সরবরাহ না করে সরাসরি উপভোক্তা একাউন্টে অর্থ প্রদান করার চিন্তাভাবনা করছে। ভারত সরকারের নতুন এই সিদ্ধান্ত অনেকে স্বাগত জানালেও অনেকের আবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকারের তরফে রেশন প্রকল্পে যে ভর্তুকির সূচনা করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিবেদনে আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

ভারত সরকারের রেশন প্রকল্পগুলি দেশের দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। ২০১৩ সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাশ করা হয়। এই আইন অনুযায়ী, পরিবারগুলোকে সস্তা মূল্যে খাদ্যশস্য প্রদান করা হয়, যেমন- গম, চাল, এবং বিভিন্ন অন্যান্য খাদ্যপণ্য।

সরকার সস্তায় খাদ্য সরবরাহ করতে সিস্টেম চালু করেছে, যেখানে সুবিধাভোগীরা রেশন দোকান (PDS) থেকে তাদের প্রাপ্য খাদ্য শস্য সংগ্রহ করতে পারেন। COVID-19 মহামারী চলাকালীন, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজন শুরু হয়েছিল, যা দেশের সাধারণ মানুষের জন্য রেশন সুবিধা প্রদান করে। এই প্রকল্পে, রেশন দোকান থেকে চাল, গম এবং অন্যান্য খাদ্য পণ্য বিনামূল্যে বা খুব কম দামে বিতরণ করা হয়।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

ভারত সরকার ইতিমধ্যেই রেশন উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট লিংক সম্পূর্ণ করেছে। তাই আগামীতে খুব দ্রুত রেশন ব্যবস্থায় ভর্তুকি চালু হতে পারে বলে অনেকে মনে করছে। এই ভর্তুকি ব্যবস্থা চালু হলে ভারত সরকার সরাসরি রেশন গ্রাহকদের একাউন্টে রেশন মূল্যে টাকা প্রদান করবে। যার ফলে বর্তমানে যে ডিলারশিপ এর মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ ব্যবস্থা রয়েছে তা আর থাকছে না।

এই ব্যবস্থা শুরু হলে কয়েক হাজার রেশন ডিলার বেশ সমস্যার সম্মুখীন হবে। এই নিয়ে ইতিমধ্যেই রেশন ডিলার ইউনিয়ন তাদের আন্দোলন শুরু করেছে। আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। তবে ভারত সরকার বর্তমানে তাদের এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা শুরু করেছে। যার মাধ্যমে পুনরায় রেশন সামগ্রী বন্টন এর চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন