সস্তার রংয়ে উৎসবে মাতবেন ? হতে পারে ভয়ংকর পরিণতি, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাইকারি ও খুচরো বাজারে দেদার বিকোচ্ছে সস্তার রং ও আবির ৷ 10 টাকা দিলেই হাতে পাবেন এক শিশি লাল, সবুজ, বেগুনির মতো নানান রঙ ৷ রং কত গাঢ়, তা প্লেটে দু’টো দানা ফেলে জলে গুলে দেখিয়েও দিচ্ছেন দোকানদার ৷ তাহলে আর কী দরকার, ভালো মানের রং কিনতে অতিরিক্ত টাকা খরচ করে ! কী হবে বেশি টাকা খরচ করে ভেষজ আবির কিনে ! এমন সব প্রশ্ন মনে এলে রংয়ের উৎসবই জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে ৷ এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ৷

ডাক্তার স্বাতী নন্দী চক্রবর্তী বলছেন, “বাজারে সস্তায় নিম্নমানের যে আবির বা রং বিক্রি হয়, তাতে প্রচুর পরিমাণে রাসায়নিক মেশানো থাকে ৷ আছে ভারি ধাতব মৌল ৷ লাল রং যেটা বিক্রি হচ্ছে সেটা পুরো মারকারি সালফাইড ৷”

এর ক্ষতিকর প্রভাবগুলি নিয়ে তিনি বলেন, “মারকারি ভীষণভাবে ত্বকের ক্ষতি করে ৷ মানসিক প্রতিবন্ধকতা তৈরি করে ৷ এই রঙ চোখে গেলে দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়ে ৷” একই রকমভাবে সবুজ রং যেটা, তা হল কপার সালফেট ৷ ভয়ংকর মাত্রায় অ্যালার্জি হয় এতে ৷ যাদের আগে থেকে অ্যালার্জি আছে, তাদের সেই প্রবণতা আরও বাড়িয়ে দেয় ৷”

ডা. স্বাতী নন্দী চক্রবর্তীর কথায়, “এই রঙগুলো খুবই বিষাক্ত রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে ৷ বেগুনি যে রঙটি তৈরি হয়, তা ক্রোমিয়াম আয়োডাইট ৷ এটা হাঁপানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা থাকা রোগীদের জন্য খুবই ভয়ংকর ৷ রুপোলি রংয়ে অ্যালুমিনিয়াম ব্রোমাইড ব্যবহার হয় ৷ এটা মানব শরীরে ক্যান্সারের মতো রোগ তৈরি করে ৷ নীল রং চর্ম রোগ ছড়ায় ৷ তাতে যে লেড অক্সাইড ব্যবহার হয়, যা মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে ৷ হঠাৎই প্রতিবন্ধকতা তৈরি হয় ৷”

আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?

Dol Yatra 2025

দোল ও হোলি উপলক্ষে বিক্রি হচ্ছে নানান রংয়ের আবির ৷

 

সতর্কতা হিসাবে চিকিৎসক পরামর্শ, “এই ধরনের রং বাচ্চা বা বয়স্ক মানুষের থেকে অবশ্যই দূরে রাখা ভালো ৷ রাসায়নিক রং বাজারে অনেক সস্তা ৷ সহজলভ্যও বটে, আর পরিমাণেও বেশি ৷ তবে, অজান্তেই তা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায় ৷ রং বা আবিরের ক্ষেত্রে চুল পড়তে পারে বা সাদা হয়ে যেতে পারে ৷”

 

পোষ্যদের থেকেও এই সব ক্ষতিকর রং দূরে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি ৷ চিকিৎসকের কথায়, “বিভিন্ন পশুর দেহেও ক্ষতিকারক প্রভাব ফেলে এইসব রং ৷ পোষ্যদের গায়ে রং লাগলে, তা শ্যাম্পু দিয়ে দ্রুত ধুইয়ে দেওয়া উচিত ৷ তা না হলে তাদের আচরণে নানা ধরনের পরিবর্তন দেখা দিতে পারে ৷”

ডা. স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, “বিভিন্ন ফুল ও পাতার নির্যাস ও গুঁড়ো থেকে তৈরি রং বা আবির শুধুমাত্র ব্যবহার করুন ৷ যদিও, তার দাম অনেকটাই বেশি ৷ তবু, শরীরের কোনও ক্ষতি করবে না ৷ পলাশ, শিমূলের মতো ফুল ব্যবহার করে তৈরি রং অবশ্যই পরিবেশবান্ধব ৷ ফলে রংয়ের উৎসবে রঙিন হোন, বা পরিবার পরিজনদের রং মাখান, এই ভালো খারাপ দিকগুলি আপনাদের মাথায় রাখা দরকার ৷ তবেই, উৎসব পালন হবে সুষ্ঠু ভাবে ৷ আর আপনিও থাকবেন সুস্থ ৷”

আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস

আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন