Bangla News Dunia, Pallab : দু’দিনের মরিশাস সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ মার্চ সেদেশের ৫৭ তম জাতীয় দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে পঞ্চমবার পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্রে গেলেন তিনি। মঙ্গলবার সেদেশের বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এবং তাঁর গোটা মন্ত্রিসভা।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
পাশাপাশি বিমানবন্দরেই ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রধান বিচারপতিরাও। বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রী একে অন্যকে জড়িয়ে ধরেন। প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সবোচ্চ সম্মান গার্ড অব অনার-এ ভূষিত করেন মরিশাসের প্রধানমন্ত্রী।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মরিশাসের জাতীয় দিবস উপলক্ষ্যে সেই দেশে সামরিক মহরায় যোগ দিতে আগেই দ্বীপরাষ্ট্রে পৌঁছে গিয়েছে আইএনএস ইম্ফল যুদ্ধতরী। ১৯৯৮ সালে প্রথমবার পূর্ব আফ্রিকার ওই দ্বীপরাষ্ট্রে পা রেখেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে প্রথমবার সেই দ্বীপরাষ্ট্রে কূটনৈতিক সফরে যান মোদী।