মানবিকতাই আসল‌ ধর্ম’, বিধানসভায় বললেন মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ‘কোনও ধর্মকে অপমান বরদাস্ত নয়।’ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এদিন বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি (BJP) বিধায়করা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পালটা বিরোধিতা করেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। বিজেপি বিধায়করা এদিন কালো জামা পরে উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন কাগজ ছিঁড়ে ওয়াকআউট করেন তাঁরা।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিধানসভার বাইরে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়কদের নিয়ে একটি মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। এদিন তারই পালটা ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁরা প্ল্যান করে কোনওদিন স্পিকার তো কোনওদিন মুখ্যমন্ত্রীকে অপমান করছেন।’ বিরোধী দলনেতার নাম না করে মমতা বলেন, ‘যাঁরা জামাকাপড়ের মতো দলের আদর্শ বদলায়, তাঁদের আমি লিডার মনে করি না।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় ব্যাপক স্লোগান দিতে থাকে বিজেপি।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

এই প্রেক্ষিতে শুভেন্দুর মন্তব্যের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মানবিকতাই সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না। মানবিকতাই আসল‌ ধর্ম। মানুষের আচরণ মানুষের মতন হওয়া উচিত।’ পাশাপাশি শুভেন্দুর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সকলের।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন