Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘কিলবিল সোসাইটি’ নিয়ে ফিরছেন আনন্দ কর । আর তাই গত কয়েকদিন ধরেই মাথায় ফেট্টি বেঁধে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল আনন্দ কর ওরফে পরমব্রত চট্টোপাধ্যায়কে । ছবিতে অভিনেতাদের লুক হাজির হয়েছে বুধবার । আর তাতে দেখা গিয়েছে পরমব্রতর মাথা ন্যাড়া ।
‘কিলবিল সোসাইটি’ ছবির টিজার মুক্তি পেতে চলেছে 15 মার্চ । শোনা যাচ্ছে, এবার আনন্দ করের জার্নিটা নাকি আরও বেশি ইমোশনাল হবে । থাকবে অনেক টুইস্ট । ‘হেমলক সোসাইটি’র ঠিক 13 বছর পর এই পয়লা বৈশাখে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন তার সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’ ।
‘কিলবিল সোসাইটি’ ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের লুক
আনন্দ এবার অনেকটা অন্যরকম । ‘মরবে মরো ছড়িয়ো না’ থেকে এবারে তার বার্তা ‘মরতে চাইলে বাঁচতে হবে’ ৷ এই চরিত্রে পরমব্রতের লুকে রয়েছে চমক । তাঁর ন্যাড়া মাথা এবং চোখে চশমা । অন্য এক পরমব্রতকে হাজির করেছেন পরিচালক সৃজিত । ক’দিন আগে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতেও সৃজিত তাঁকে নিয়ে দারুণ এক্সপেরিমেন্ট করেছেন । এরপর ‘কিলবিল সোসাইটি’তে আরও কী চমক থাকে সেটাই দেখার ৷
আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সন্দীপ্তা সেন
উল্লেখ্য, আনন্দ কর চরিত্রের জন্য কোনও প্রস্থেটিক্স নয়, চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে । এই প্রথম সৃজিতের ছবিতে অভিনয় করলেন কৌশানী ।
‘কিলবিল সোসাইটি’ ছবিতে এই লুকে দেখা যাবে বিশ্বনাথ বসুকে
ছবিতে তিনি পূর্ণার চরিত্রে । এক সময়ে লাগামছাড়া জীবনযাত্রায় অভ্যস্ত ছিল পূর্ণা । কিন্তু একটা সময়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় তার । পূর্ণার জীবনের এই অধ্যায় ছবির অন্যতম আকর্ষণীয় দিক । পূর্ণা কি ফিরে আসতে পারবে জীবনের মূল ছন্দে? জানা যাবে ছবিতেই ।
প্রকাশ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লুকও
এছাড়াও ছবিতে অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় । ‘কিলবিল সোসাইটি’ ছবিটি এ বছর বাংলা নববর্ষে মুক্তি পাবে ।
আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন
আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন