Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় (BDO Office) থেকে। নিয়োগ করা হচ্ছে CRP EP অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে।
নিয়োগ করা হচ্ছে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে। ইতিমধ্যেই শুরু হয়েছে CRP EP পদে আবেদন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কোন পদে নিয়োগ করা হচ্ছে?
সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে নিয়োগ করা হচ্ছে, মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন (CRP EP) পদে।
CRP EP পদে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?
কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে, 01/01/2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে।
কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন (CRP EP) পদে মাসিক বেতন কত?
মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে কর্মরত কর্মীদের বেতন থাকবে, সরকারি নিয়ম অনুযায়ী সাম্মানিক ভাতা প্রদান করা হবে।
CRP EP পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা?
মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক পাশ। এছাড়াও কমার্স গ্রাজুয়েট প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বেসিক কম্পিউটার ও স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে ও এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে আবেদনের যোগ্য।
CRP EP পদে কিভাবে নিয়োগ করা হবে?
কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে আবেদনকারী প্রার্থীদের সকল শর্ত পূরণ করলে। এরপর তাদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা মোট 50 নাম্বারে অনুষ্ঠিত হবে, যেখানে লিখিত পরীক্ষা 40 নাম্বার ও মৌখিক পরীক্ষা 10 নাম্বারের থাকবে।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
CRP EP পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে, তা হলো –
ক) আধার কার্ড / ভোটার কার্ড।
খ) বসবাসের প্রমাণপত্র।
গ) শিক্ষাগত যোগ্যতার প্রমান।
ঘ) বয়সের প্রমাণ পত্র।
ঙ) কম্পিউটার সার্টিফিকেট।
চ) স্বনির্ভর দলের সদস্যার প্রমাণ পত্র।
ছ) উদ্যোক্তা হিসাবে কাজের অভিজ্ঞতা যদি থাকে, তাহলে সেই সার্টিফিকেট দিতে হবে।
কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন (CRP EP) পদে আবেদন পদ্ধতি?
মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আবেদন পত্র ও সমস্ত নথি সহকারে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
CRP EP পদে আবেদনের শেষ তারিখ?
কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন পদে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে 20/03/2025 তারিখ বিকেল 5 টার মধ্যে।