Bangla News Dunia, Pallab : জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও কমল খুচরো মূল্যবৃদ্ধির (Retail Inflation) হার। বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে ফেব্রুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ৩.৬১ শতাংশ। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৪.২৬ শতাংশ।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমে ৩.৭৫ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এই হার ছিল ৫.৯৭ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমায় সার্বিকভাবে মূল্যবৃদ্ধির হার এক ধাক্কায় অনেকটাই কমেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির হারও ফেব্রুয়ারিতে কমেছে। মূল্যবৃদ্ধির হার কমায় আগামী ঋণ নীতির পর্যালোচনায় সুদের হার কমানো হতে পারে বলে আশাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।