মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

fraud

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মোবাইলে গেম খেলতে খেলতে গায়েব 24 লক্ষ টাকা ! ব্যবসা নিয়ে ব্যস্ত মা-বাবা জানতেও পারলেন না সন্তানের ভুলে কষ্টার্জিত লাখ লাখ টাকা চলে যাচ্ছে অচেনা ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ টাকা গায়েব হওয়ার খবর জানা গেল প্রায় তিন মাস পর ৷ শেষমেশ অভিযোগ দায়ের হল পুলিশে। টাকা গিয়েছে এমন এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে রহস্য অবশ্য আরও জটিল হয়েছে ।

মা-বাবা ব্যস্ত ব্যবসায়, সন্তান মেতে মোবাইলে

তামিলনাড়ুর থেনি জেলার থেভারাম এলাকায় পরিবারের সঙ্গে থাকেন শ্রীনিবাসন। তাঁর একটি মুদিখানার দোকান আছে। স্ত্রী ইমিটেশনের গয়নার দোকান চালান। কাজ নিয়ে ব্যস্ত দু’জনেই। সন্তান থাকে বাড়িতে। বাবা-মায়ের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টই একটি মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা আছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। সময় কাটাতে ওই মোবাইল নিয়েই নানা ধরনের অনলাইন গেম খেলত তাঁদের সন্তান। গেমিং অ্যাপ ডাউনলোড করতে গিয়ে অনেক সময়ই ব্যক্তিগত তথ্য় দিয়ে ফেলত সে। সেই তথ্যের সাহায্যে জালিয়াতি করে এই তিন অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেত 9টি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন

জালিয়াতির জাল

একদিন নয়, টানা তিনমাস ধরে এই জালিয়াতির প্রক্রিয়া চলেছে । শ্রীনিবাসন বা তাঁর স্ত্রী বুঝতেই পারেননি কী ঘটনা ঘটছে। মাস তিনেক বাদে পরিবারের কর্তা স্থানীয় ব্যাঙ্কে গিয়েছিলেন একটি কাজে । সে সময় তিনটি অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে খোঁজ-খবর শুরু করেন । ম্যানেজার তাঁকে জানান, তাঁদের অ্যাকাউন্ট থেকে গত কয়েক মাসের মধ্যে 24 লাখ 69 হাজার 600 টাকা তোলা হয়েছে।

জালিয়াতির শিকার হয়েছেন বুঝতে পেরে থেনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন শ্রীনিবাসন । লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ভেঙ্কাটাচালাম নামে এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী দল গঠিত হয়। প্রথমেই ফোনটি খতিয়ে দেখার কাজ হয় । ফোন থেকে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, ধাপে ধাপে কয়েকটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের তথ্য় হাতানোর কাজ হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে 9টি অ্যাকাউন্টে টাকা সরানো হয়। এরপর এই সমস্ত অ্য়াকাউন্ট ধরে ধরে তদন্তের কাজ এগিয়ে যেতে থাকে।

অর্জুনে তদন্তের ‘লক্ষ্য ভেদ’ !

সেই সূ্ত্র ধরে পটনা থেকে অর্জুন কুমার নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁর অ্যাকাউন্টেও টাকা গিয়েছিল । তবে বছর বাইশের ওই যুবকের অবশ্য দাবি, সাইবার দুর্নীতির সঙ্গে সে সরাসরি যুক্ত নয়। কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করে বলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিলে টাকা দেবে। সেই মতো শ্রীনিবাসনদের টাকার যে অংশ তার অ্যাকাউন্টে এসেছিল, তার কিছুটা জালিয়াতরা নিয়ে নেয়। বাকিটা থেকে যায় তার অ্যাকাউন্টেই । অর্জুন আরও জানায়, সে একা নয়, তার বেশ কিছু বন্ধুও এভাবে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে রোজগার করে।

অর্জুনের থেকে আরও কয়েকটি তথ্য সাইবার ক্রাইম থানার হাতে এসেছে। সেই তথ্য সামনে রেখে তদন্ত চলছে । প্রথমেই বাকি আটটি অ্যাকাউন্টের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। ন’জনের থেকে কী কী তথ্য় পাওায় যায়, তা খতিয়ে দেখে পর্দার নেপথ্যে থাকা জালিয়াতদের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন

আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন