Bangla News Dunia, Pallab : আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেওয়ার পাশাপাশি এই প্রসঙ্গে নিজের দাবিগুলিও সামনে রেখেছেন পুতিন(Vladimir Putin)। তবে এই যুদ্ধ সমস্যা নিয়ে ভাবার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর(Narendra Modi) প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলেন পুতিন। তবে শুধু ভারত নয়, আর বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি,যাদের মধ্যে রয়েছেন চিন, দক্ষিন আফ্রিকা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
বৃহস্পতিবার পুতিন বলেন, “প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে, ইউক্রেন সমস্যার সমাধান নিয়ে ভাবার জন্য। অনেকেই আমাদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু চিনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এই বিষয়ে অনেকটা সময় অতিবাহিত করেছেন। আমরা কৃতজ্ঞ তাঁদের কাছে।”
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গোটা বিশ্ব কার্যত দুভাগে ভাগ হয়ে গেলেও নিজেদের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে ভারত। রাশিয়ার সঙ্গেও বজায় রয়েছে সুসম্পর্ক। সেই আবহে পুতিনের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।