IIT খড়গপুরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

job

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিরাট সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাহলে এখানে যেসমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা একটুও সময় নষ্ট না করে নিচে উল্লেখ করা প্রতিবেদনে দেখেনিন আবেদন করার পদ্ধতি সহ  যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

IIT Kharagpur Recruitment 2025: বিবরণ

পদের নাম: জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ: মোট ৪৪ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতনসূচি: যেসকল প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের কে প্রতিমাসে বেতন ২৫,৫০০/- থেকে ৬৭,০০০/- টাকা।

আরও পড়ুন:- মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন

যোগ্যতার মাপকাঠি (IIT Kharagpur Recruitment 2025 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা: আইআইটি খড়গপুরের জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, আইটিআই, বিই/বি.টেক, এমসিএ, এমই/এম.টেক, এমএস, এমডি, এমএস, এমএসসি, এমডিএস, স্নাতকোত্তর ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে হবে।

বয়সসীমা: আইআইটি খড়গপুরের জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স প্রয়োজন সর্বোচ্চ ৫৫ বছর।

আবেদন পদ্ধতি (Indian Institute of Technology Kharagpur Recruitment 2025 Apply Process)

আবেদনকারীদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তাহলে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল পোর্টালে (iitkgp.ac.in) প্রবেশ করবেন। তারপর “অ্যাপ্লাই অনলাইন” অপশনে ক্লিক করবেন। তারপর “নিউ রেজিস্ট্রেশন” অপশনে ক্লিক করবেন। তারপর প্রার্থীর নাম, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং লগইন করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের পেজে এক্টিভ করবেন। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন। তারপর প্রয়োজনীয় নথি গুলো সাইজ অনুযায়ী আপলোড করবেন। তারপর “সাবমিট বাটনে” ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দিবেন।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

আবেদন তারিখ: আবেদন শুরু হয়েছে ০৩/০৩/২০২৫ তারিখে এবং শেষ হবে আগামী ০২/০৪/২০২৫ তারিখে।

নিয়োগ পদ্ধতি (IIT Kharagpur Recruitment 2025 Selection Process)

আবেদনকারীদের এখানে সরাসরি ইন্টারভিউয়ের উপর নির্ভর করে চাকরিতে নির্বাচিত করা হবে এবং চাকরির কর্মস্থল হবে খড়গপুর, পশ্চিমবঙ্গ।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট iitkgp.ac.in
আবেদন লিংক Apply online

 

আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা

আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন