31 মার্চের মধ্যে শীঘ্রই করে ফেলুন এই কাজ, না হলে বন্ধ হয়ে যেতে পারে PPF অ্যাকাউন্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান ভারতে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY হলো সব থেকে জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। ভালো সুদের হার এবং কর সুবিধা প্রদান করে হয় এই প্রকল্পের অধীনে সাধারণ জনগণকে। তবে এই সমস্ত প্রকল্প গুলির একাউন্টধারীদের একাউন্ট সক্রিয় রাখার জন্য আগামী 31 মার্চের আগে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ টাকা জমা করতে হবে, না হলে বন্ধ করে দেওয়া হবে তাদের PF অ্যাকাউন্ট। বন্ধ হয়ে যাওয়ার পর সেটাকে যদি আপনি পুনরায় চালু করতে যান, তাহলে আপনাকে কিছু পরিমাণ টাকা জরিমানা হিসেবে দিতে হবে। কিন্তু এমন সিদ্ধান্ত কেন নেয়া হলো হঠাৎ সরকারের তরফ থেকে ? এটাই এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এবার সেই প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিত করে জেনে নেওয়া যাক চলুন ।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

PPF অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা :

একটি PPF অ্যাকাউন্ট অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট এর জন্য প্রতিবছর ন্যূনতম 500 টাকা আমানত হিসেবে প্রয়োজন। যদি আপনি আর্থিক বছরের শেষের মধ্যে সেই টাকা জমা না করেন , তাহলে আপনার ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অতিরিক্ত ভাবে একাউন্টে পুনরায় চালু করার জন্য আপনাকে 50 টাকা জরিমানা হিসেবে জমা করতে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

PPF অ্যাকাউন্টের সুদের হার বর্তমানে 7.1% । হারানোর জন্য এবং আপনার অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে চলতে মাস অর্থাৎ আগামী 31শে মার্চের আগে নূন্যতম 500 টাকা জমা করতে কোন মতেই ভুলবেন না, তা না হলে আপনার PPF অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন