দোলে আজ তুমুল ঝড়বৃষ্টি এই ৬ জেলায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দোলে আজ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। সেইসঙ্গে তিন জেলায় রয়েছে হলুদ সতর্কতা। রঙের উৎসব মাটি করবে বৃষ্টি। ১৭ মার্চ পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে। অন্যদিকে, দাবদাহের পরিস্থিতি তৈরি হবে আজ থেকে। বেশ কিছুটা চড়বে পারদ। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ৩৫-৩৮ ডিগ্রি থাকবে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দোলে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ দিনে কোনও বড় পরিবর্তন হবে না। এরপর ৫ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। সেইসঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতা।

আরও পড়ুন:- মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। শনি থেকে সোমবার পশ্চিমের কয়েক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আজ থেকে ১৭ মার্চ উত্তরবঙ্গের ৬ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  ১৩ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ১৪ মার্চ হোলিতে ৪ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। ১৬ ও ১৭ মার্চও এই জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ।

আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা

আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন