Bangla News Dunia, বাপ্পাদিত্য:- IPL 2025-এর উত্তেজনা ইতিমধ্যেই চরমে। ২২শে মার্চ কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের মরশুম। তবে তার আগেই মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এমন একটি ঘোষণা করল, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা আরও দ্বিগুণ করে দিল।
“আপলা স্পিরিট কোচ” হলেন জগ্গু দাদা!
বলিউডের বিখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফ এবার থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের “স্পিরিট কোচ” হিসাবে কাজ করবেন।
মুম্বই ফ্র্যাঞ্চাইজি ইনস্টাগ্রামে একটি মজাদার ভিডিও শেয়ার করেছে, যেখানে দলের ক্রিকেটারদের মধ্যে চলছে এক অদ্ভুত উত্তেজনা।
আরও পড়ুন:- মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন
ভিডিওতে কী দেখা গেল?
ভিডিওর শুরুতেই হার্দিক পাণ্ডিয়া ফোনে বলেন, “হ্যাঁ ভাই…”
তারপর জসপ্রীত বুমরাহ প্রশ্ন করেন, “কিধার হে?”
এরপর সুর্যকুমার যাদব ও তিলক ভার্মা এসে বলে, “নতুন কেউ আসছে নাকি?”
সবার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করেন রোহিত শর্মা, যিনি বিরক্ত হয়ে বলেন, “এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কোথায়?”
ঠিক তখনই জ্যাগ্গু দাদার ধামাকাদার এন্ট্রি!
জ্যাকি শ্রফ এসে বলেন, “সাঁস লে লম্বা, শান্তি রাখ, কারণ আমি আছি তোর স্পিরিট কোচ!”
কেন জ্যাকি শ্রফ?
মুম্বই ইন্ডিয়ান্স এবার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের মধ্যে পজিটিভ ভাইব, ব্রাদারহুড এবং এনার্জি ধরে রাখতে চাইছে। আর এই ভূমিকায় সবার আগে মনে পড়ে “ভাইচারা কিং” জ্যাকি শ্রফের নাম।
মুম্বই ইন্ডিয়ান্সের IPL 2025 স্কোয়াড:
হার্দিক পাণ্ডিয়া (ক্যাপ্টেন), রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট, নমন ধীর, রবিন মিনজ, কর্ণ শর্মা, রায়ান রিকেলটন, দীপক চাহার, আল্লাহ গজনফার, উইল জ্যাকস, অশ্বিনী কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলি, কৃষ্ণন শ্রীজিত, রাজ অঙ্গদ বাওয়া, সত্যনারায়ণ রাজু, বেভন জ্যাকবস, অর্জুন তেন্ডুলকর, লিজাড উইলিয়ামস, বিগনেশ পুত্থুর
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ আইপিএল ২০২৫ সূচি
আইপিএল মানেই উত্তেজনা, আবেগ, আর অসাধারণ ক্রিকেটের যুদ্ধ! আর মুম্বাই ইন্ডিয়ান্স মানে তো এক অন্য রকমের ভরসা, পাঁচবারের চ্যাম্পিয়ন!
চলো, দেখে নেওয়া যাক আমাদের ব্লু আর্মির এবারের যুদ্ধের সম্পূর্ণ সময়সূচি-
* চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ২৩শে মার্চ (ধোনির সঙ্গে প্রথম লড়াই, জমে উঠবে!)
* গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ২৯শে মার্চ (শুভমান গিল বনাম বুমরাহ, কাঁপবে আহমেদাবাদ!)
* মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স – ৩১শে মার্চ (ঈশান কিষাণ বনাম রাসেল!)
* লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ৪ঠা এপ্রিল (রোহিত vs রাহুল, ময়দানে আগুন!)
* মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৭ই এপ্রিল (বিরাট বনাম বুমরাহ, হাড্ডাহাড্ডি লড়াই!)
* দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ১৩ই এপ্রিল (পৃথ্বী শ-এর তাণ্ডব আটকাতে প্রস্তুত ব্লু আর্মি!)
* মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ – ১৭ই এপ্রিল (নভীন উল হকের স্পেল বনাম সূর্যকুমার যাদবের আগুন ব্যাটিং!)
* মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস – ২০শে এপ্রিল (এল ক্লাসিকো অফ আইপিএল!)
* সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ২৩শে এপ্রিল (হায়দ্রাবাদের মাঠে পাল্টা আক্রমণ!)
* মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস – ২৭শে এপ্রিল (হার্দিকের নেতৃত্বে ব্লু আর্মির বিদ্যুৎ গতিতে!)
* রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ১লা মে (জস বাটলার বনাম বুমরাহ!)
* মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স – ৬ই মে (হার্দিক বনাম শুভমান!)
* পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স – ১১ই মে (ধাওয়ান বনাম আকাশ মাধওয়াল!)
* মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস – ১৫ই মে (শেষ ম্যাচে রাজত্ব কায়েম!)
মুম্বাই ইন্ডিয়ান্সের IPL 2025 পূর্ণ সময়সূচি:
ভক্তদের প্রতিক্রিয়া:
* “মুম্বাই ইন্ডিয়ান্সের এইবার স্পিরিটও ফাটাবে, পারফরম্যান্সও ফাটাবে! জ্যাগ্গু দাদা এলে বাজিমাত! ”
* “এইবার IPL-এ মুম্বাইকে আটকানো কঠিন!
* “হার্দিক পাণ্ডিয়া + রোহিত শর্মা + জ্যাকি শ্রফ = IPL 2025 ট্রফি কনফার্মড!”
মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের স্লোগান: “খেলা নয়, এবার ভাইচারা জিতবে!”
আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা
আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না