Bangla News Dunia, Pallab : রেশন কার্ড বিতরণ নিয়ে ফের একবার সংঘাতে জড়াল কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার। এবার বিষয়টি কেন্দ্রের নতুন প্রস্তাবিত নিয়মের পরিবর্তন। কেন্দ্র সরকার মনে করছে, একজন শিশুর বয়স ৬ বছর হলে তবেই তার নামে রেশন কার্ড হওয়া উচিত। তবে পশ্চিমবঙ্গ সরকার এই নিয়মে আপত্তি জানিয়েছে। রাজ্য বলছে, শিশুর জন্মের ১ বছর পরেই তার রেশন কার্ড পাওয়া উচিত।
কেন্দ্র সরকারের TPDS (Targeted Public Distribution System) Control Order 2015’-এর সংশোধনের প্রস্তাবে রাজ্য আপত্তি জানিয়েছে। রাজ্য সরকার মনে করছে,রেশনের খাদ্য থেকে কোন শিশুকে বঞ্চিত করা যাবে না। ফলে কেন্দ্র সরকারের নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কি বলছে কেন্দ্র?
কেন্দ্র সরকার বলছে, শিশুর ৬ বছর পূর্ণ হলেই তার নামে রেশন কার্ড ইস্যু করা যাবে। TPDS-এর নিয়মে এই পরিবর্তন কার্যকর করা হবে। এছাড়া ব্যাংক একাউন্টের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার শিশুর ১ বছর বয়স হলেই রেশন কার্ড ইস্যু করতে চাইছে। বাংলার নিয়ম অনুযায়ী, জন্মের পরেই বার্থ সার্টিফিকেট দেখিয়ে রেশন কার্ড পাওয়া যায়।
পাশাপাশি ব্যাংক একাউন্ট সংযুক্ত করার বিষয়ে রাজ্য এখনো কোনো সায় দেয়নি। রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সিস্টেম সমর্থন করবে না। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাংক একাউন্ট লিংক করার কাজ হবে না।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
কীভাবে তৈরি হল বিতর্ক?
কেন্দ্র সরকার TPDS নিয়ন্ত্রণ আদেশ ২০১৫ এর পরিবর্তন নিয়ে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ তার নিজস্ব মতামত রেখেছে। গত ১০ই মার্চ পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের বিশেষ সচিব খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি দিয়ে এই আপত্তি জানিয়েছে।