Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কোন প্রাণী বাড়িতে রাখলে সুখ আসে আর কোনটাতে অশান্তি ? বর্তমানে অনেকেই বাড়িতে নানা রকম পোষ্য প্রাণী পুশে থাকি। আর ব্যস্ততার দিনে কিছুটা বিশ্রামের জন্য বা সময় কাটাতে পোষ্যের সঙ্গেও অনেকে সময় কাটান অনেকে। অনেক সময় একা মানুষের সঙ্গীও হয়ে ওঠে ঘরের পোষ্য প্রাণীরা। তবে আপনি হয়ত জানেন না, এই পোষ্যদের কারণেই আপনার জীবনে আসতে পারে অনেক খুশির মুহূর্ত আবার নানা বিপদ থেকেও আপনাকে বাঁচতে সাহায্য করে। বাড়ির আর এক গুরুত্বপূর্ণ সদস্যের ন্যায় আপনার পোষ্য।
দেখুন এক নজরে —-
১. বাড়িতে বিড়াল রাখা মঙ্গলের বলে মনে করা হয়। বাড়িতে বিড়ালের আগমনে আপনার পরিবারের সদস্যদের মনে ভালোবাসা সঞ্চার হয় ও সকলে একত্রে সুখে শান্তিতে বসবাস করে।
২. কুকুর পুশলে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেইসঙ্গে সেই বাড়ির চারপাশে থাকতে পারে না কোনো খারাপ নজর, কালো যাদু, অশুভ আত্মার প্রবেশ থেকে নিজের মালিকের বাড়িকে সর্বদা সুরক্ষিত রাখে।
৩. কেউ বাড়িতে গরু পোষেন তাহলে, সেই বাড়িতে কারো শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। সকলে সুস্থ সবল থাকেন।
আরো পড়ুন :- আয়ের তুলনায় ব্যায় বেশি বৃদ্ধি পেয়েছে ? ঘরোয়া উপায়ে দূর করুন এই সমস্যা
৪. খুব কম মানুষ কচ্ছপ পোষে কিন্তু কচ্ছপ নিজেই তাঁর প্রভুর বাড়িতে অর্থের আগমন ঘটায়। সেই সঙ্গে নিয়ে আসে অনেক খুশি এবং আনন্দ।
তাই পোষ্য রাখুন বাড়িতে আসবে সুখ শান্তি।
Highlights
1. কোন প্রাণী বাড়িতে রাখলে সুখ আসে আর কোনটাতে অশান্তি ?
2. তাই পোষ্য রাখুন বাড়িতে আসবে সুখ শান্তি
#পোষ্য #Life