Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভরা বসন্তে রঙিন প্রকৃতি । আকাশে-বাতাসে আবিরের গন্ধ । ফুরফুরে দখিন হাওয়ায় মনটাও গুনগুন করে উঠছে বসন্তের গানে । আজি দখিন দুয়ার খোলা…আর বসন্ত মানেই দোল, রঙের উৎসব । শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব। কিন্তু কেন এই ভরা বসন্তে রঙিন হয়ে ওঠেন সবাই ? দোল বা হোলির মধ্যে পার্থক্যই বা কী ? আসুন আজ আমরা জেনে নিই দোলের ইতিহাস।
বাংলা ও ওড়িশা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উত্সব মহাসমারোহে পালিত হয়। কিন্তু উত্তরভারতে দোলযাত্রা হোলি নামেই পরিচিত। তবে, হোলি হোক কিংবা দোল… আসলে দুইই রঙের উৎসব। ফাল্গুন মাসের পূ্র্ণিমা তিথিতে প্রতিবছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনে ছোট থেকে বড় সকলে মেতে ওঠেন রঙের উৎসবে।
আসলে বৈষ্ণবদের মতে, দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও তাঁর অন্যান্য গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন । সেখান থেকেই দোলযাত্রার শুরু হয়। বিভিন্ন পুরাণ ও গ্রন্থে সেই কাহিনী বর্ণিত রয়েছে।
কেন হোলি এবং দোল উৎসব আলাদা?
আসলে দোল এবং হোলি দু’টো রঙের উৎসব হলেও এই দু’টি আলাদা আলাদা কারণে পালন করা হয়। দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনির উপর ভিত্তি করে। হোলি প্রথম শুরু হয়েছিল ঝাঁসির বুন্দেলখণ্ডের আর্চ শহরে। মূলত হোলি পালন করা হয় নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকশপ বধ হওয়ার যে পৌরাণিক কাহিনি রয়েছে তার উপর ভিত্তি করে।
আরও পড়ুন:- মোবাইল গেমে মেতে সন্তান ! ওদিকে বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 25 লাখ, বিস্তারিত জানুন
কোথায় কোথায় পালিত হয় রঙের উৎসব?
উত্তর এবং দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রঙের উৎসব কিন্তু শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ না। হোলি পালিত হয় বিশ্বের বিভিন্ন জায়গায়। এমনকি বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশেও পালিত হয় হোলি। ধর্মের বেড়াজাল পেরিয়ে হোলির রঙে রেঙে ওঠেন প্রতিবেশী দেশ পাকিস্তান। সিন্ধ, করাচি এবং থরপারকার অঞ্চলে মহাসমারোহে হোলি পালন করা হয়।
পাকিস্তান ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিত হয় হোলি। পদ্মাপাড়ের ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরের মতো এলাকায় হোলি বা দোলযাত্রার আয়োজন করা হয়। হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই মেতে ওঠেন আনন্দে। হোলির উজ্জ্বল রঙে সেজে ওঠে বিশ্বের বৃহত্তম ইসলামিক দেশ ইন্দোনেশিয়ায়ও। বালি এবং জাকার্তায় ভারতীয় সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয়রাও এই উৎসবে অংশ নেয়। এই দেশে হোলি ‘গুলাল উৎসব’ নামে পরিচিত।
দেশে হোক কিংবা বিদেশে হোলি খেলার ক্ষেত্রে কিন্তু সাদা পোশাক পরার চল রয়েছে বহুদিন ধরেই। জানেন কেন রঙের উৎসবে সাদা রঙের পোশাক পরার রেওয়াজ চলে আসছে? বিশেষজ্ঞদের মতে, সাদা রঙ শান্তির প্রতীক। তাই রঙের উৎসবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য পোশাকের রঙ হিসেবে সাদাকে বেছে নেওয়া হয়।
এছাড়াও হোলির সময় আবহাওয়া পরিবর্তন হয়। ঠাণ্ডা শেষে ধীরে ধীরে গরম পড়তে শুরু করে। অনেকেরই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই রোদের মধ্যেও হোলি খেলার সময় সাদা পোশাক পরলে শরীর ঠাণ্ডা রাখে। তাই শরীর সুস্থ রাখতেও সাদা পোশাকে ভরসা রাখেন অনেকেই। আর তাছাড়াও সাদা পোশাকে হোলির রঙ আরও বেশি সুন্দর হয়ে ওঠে সেই কারণেই অনেকে সাদা বেছে নেন।
আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা
আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না