Bangla News Dunia, Pallab : সন্ত্রাসবাদের সূতিকাগার পাকিস্তান। সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা সেদেশের রাষ্ট্রনীতি। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মঞ্চে এই ইস্যুতে বারবার সরব হয়েছে ভারত। ইদানীং সেই পাকিস্তানেই একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। তালিকায় নবতম সংযোজন বালুচিস্তানে বিদ্রোহীদের ট্রেন ছিনতাই। ৩ দিনের চেষ্টায় ট্রেনটি বিদ্রোহীদের দখলমুক্ত করেছে পাক সেনা। তবে বহু সেনাকর্মী ও সাধারণ যাত্রী প্রাণ হারিয়েছেন। ওই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার পাকিস্তান সরকারকে সতর্ক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এক ভিডিওবার্তায় তাঁর হুঁশিয়ারি, পাকিস্তান যদি মুম্বই হামলার মতো ঘটনা ফের ঘটানোর চেষ্টা করে, তাহলে ভারত আক্রমণাত্মক রণকৌশল নেবে। তখন গোটা বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
ডোভাল বলেন, ‘পাকিস্তানের দুর্বলতা ভারতের চেয়ে অনেকগুণ বেশি। যখন তারা জানতে পারবে যে ভারত রক্ষণাত্মক কৌশল ছেড়ে প্রতিরক্ষামূলক আক্রমণের দিকে ঝুঁকছে, তখন ওদের পক্ষে অবস্থা সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।’
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
তিনি আরও বলেন, ‘আপনারা একটি মুম্বই ঘটনা ঘটাতে পারেন, কিন্তু সেজন্য আপনাদের বালুচিস্তান হারাতে হবে। এর জন্য কোনও পরমাণু যুদ্ধ হবে না। সেনার ব্যবহার হবে না। আপনারা যে কৌশল নেবেন, সেই কৌশল আমাদেরও জানা আছে।’