একধাক্কায় ২০% শেয়ার পতন IndusInd ব্যাংকের, অন্য ব্যাংক গুলিও কি মুখ থুবড়ে পরবে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শেয়ারবাজারে বিনিয়োগ করা পুরো ভাগ্যের উপর নির্ভর করে। কখনো উত্থান, তো কখনও ধস। সম্প্রতি এমনই একটি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইন্ডাসইন্ড ব্যাংকের বিনিয়োগকারীরা। এক ধাক্কায় এই ব্যাংকের ২০ শতাংশ শেয়ার নেমে গেছে, যা বিনিয়োগকারীদের রাতের ঘুম কার্যত কেড়ে নিয়েছে। এই শেয়ার পতনের পিছনে আসলে কি কারণ রয়েছে এবং ভারতের ব্যাংকিং খাতের উপর কতটা প্রভাব পড়তে পারে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার কেন এতটা পড়ল? 

১১ই মার্চ ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার এক লাফে ২০ শতাংশ নেমে গিয়ে ৬৫৯.৫৫ টাকায় পৌঁছেছে। এটি গত ৫০ সপ্তাহের মধ্যে সবথেকে কম, যা ২০২০ সালের পর ব্যাংকের সবচেয়ে বড় পতন। কিন্তু কি এমন ঘটল, যে বিনিয়োগকারীরা হঠাৎ এতটা ভয় পেল?

মূলত ব্যাংকের ডেরিভেটিভস পোর্টফোলিও সংক্রান্ত কিছু অনিয়ম ধরা পড়েছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়টি নজরে আনতেই ব্যাংকের আর্থিক ব্যবস্থা নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

বিনিয়োগকারীদের করণীয় কী ?

যারা এই মুহূর্তে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার কিনতে বা বিক্রি করতে চাইছেন, তাদের জন্য পরামর্শ হল, হঠাৎ আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দেবেন না। কারণ ব্যাংকের আর্থিক কাঠামো এখনো যথেষ্ট মজবুত।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন