সরকারি কর্মীদের বেতন বাড়ছে ! জানুন কত পর্যন্ত বেতন বাড়বে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সরকারি কর্মীদের পোয়াবারো। আবার সরকারি কর্মীদের (Government Employees) বেতন বাড়তে চলেছে (Salary Hike). একলাফে বেশ অনেকটাই বেতন বাড়বে বলে খবর। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন সরকারি কর্মীরা। এবার মুখে হাসি ফুটতে চলেছে তাঁদের। কবে থেকে আর কতটা বেতন বৃদ্ধি হবে, আসুন দেখে নেওয়া যাক।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

Government Employees Salary Hike

সরকারি কর্মীদের জন্য আসছে একের পর এক সুখবর। ডিএ বৃদ্ধির পর এবার প্রায় এক লাখ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে চলেছে তাঁদের। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এবার অষ্টম বেতন কমিশনে বড় পরিবর্তন আনতে পারে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য লেভেল ১ থেকে ৬ লেভেলের বেতন স্কেল একত্রিত করা হতে পারে। যদি সরকার অনুমোদন করে এবং ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই কর্মীদের বেতন বৃদ্ধি পাবে উল্লেখযোগ্য হারে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

সরকারি কর্মীদের কত বেতন বাড়বে?

বর্তমানে, সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে, যে বেতন পাচ্ছেন তা ১৮টি স্তরে বিভক্ত। এর মধ্যে রয়েছে স্তর ১ যেখানে কর্মীদের ১৮,০০০ টাকা/মাস দেওয়া হয়। আর স্তর ১৮ তে কর্মীদের ২,৫০,০০০ টাকা/মাস দেওয়া হয়। এখন জানা যাচ্ছে, লেভেল ১ থেকে ষষ্ঠ লেভেলের বেতন স্কেল একত্রিত করার সুপারিশ হচ্ছে। এর অর্থ হল এই স্তরের কর্মীদের বেতন কাঠামো যেমন ভালো হবে, সহজ হবে ঠিক তেমনভাবেই ভবিষ্যতে আরও উন্নতি ঘটবে তাঁদের।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন