Bangla News Dunia, Pallab : ক্যানসার ! এমন এক রোগ, যার এখনও কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। কিন্তু তাতে আক্রান্তের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। আমাদের ঘরেই রয়েছে রোজকার ব্যবহারের এমন কিছু জিনিস, যা বাড়িয়ে তোলে ক্যানসারের ঝুঁকি।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
নন-স্টিকের বাসন
গবেষণায় দেখা গিয়েছে, নন-স্টিকের বাসনের কোটিংয়ে থাকে পারফ্লুরোঅক্টানিক অ্যাসিড ও অন্যান্য বিষাক্ত পদার্থ। যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
প্লাস্টিকের বোতল
যেকোনও ধরনের প্লাস্টিকের বোতলেই বিসফেনল ও থ্যালেটস নামক যৌগ থাকে যা ক্যানসার সহ অনেক রোগের কারণ।
মাদক দ্রব্য
সিগারেট, বিড়ি সহ এই সব মাদক বস্তু খেলে ক্যান্সার হতে পারে