চিনকে চাপে রাখতে মাস্টার প্ল্যান ভারতের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

india china

Bangla News Dunia, Pallab : বেশ কয়েকদিন ধরেই চিনের সাথে নরমে গরমে সম্পর্ক চলছে ভারতের (India)। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যাঁচে ফেলতে জিংপিংয়ের তরফ থেকে ‘হাতি আর ড্রাগন’কে একসাথে নাচিয়ে দেওয়ার প্রস্তাবও এসেছে। তবে, চিনের এইসব পরিকল্পনা নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং নমো এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ভারতেরই আরেক বন্ধু দেশের কাছে।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

স্বাভাবিকভাবেই ভারতের (India) এই বন্ধু দেশে সফর ও সেই দেশে ব্যাপক আপ্যায়ন পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, চৈনিক চাল ভেস্তে দিতেই কী মোদি মিনি ইন্ডিয়া সফরে গিয়েছেন? সেই ক্ষেত্রে অবশ্য নানান বিষয় সামনে উঠে আসছে। অনেকেই অবশ্য মনে করছেন ভারত ও মরিশাসের (Mauritius) আত্মীয়তা আসলে শত্রুপক্ষকে শায়েস্তা করার জন্য কৌশলগত অবস্থানের এক অনন্য নজির।

আসলে, দীর্ঘদিন ধরে সাগরের দিক থেকে ভারতকে চাপে রাখতে চিন (China) একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। তাই পাল্টা চাল দিতে রেডি হচ্ছে ভারতও। শ্রীলঙ্কা, শেচেলস, মালদ্বীপ ও মরিশাসে অস্তিত্ব আরও মজবুত করে বেজিংয়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদির মরিশাস সফরের গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, সাংস্কৃতিক দিক থেকেও দরিদ্র ভারতীয়দের কাছে প্রয়োজনের বন্ধু হয়ে উঠেছে মরিশাস।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন