আইপিএলের প্রথম পর্বে ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ipl 2023

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে পাওয়া চোট চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিয়েছিল তাঁকে ৷ তাঁর অভাব বোধ করলেও চ্য়াম্পিয়ন্স ট্রফিতে সেরার তাজ পরেছে রোহিত শর্মার ভারত ৷ তবে আইপিএলের শুরু থেকে চোটগ্রস্ত জসপ্রীত বুমরাকে পাওয়ার ব্য়াপারে কোনও নিশ্চয়তা নেই ৷ বরং ক্রোড়পতি লিগের প্রথমদিকে গুজরাত পেসারকে পাওয়া যাবে না বলেই বিভিন্ন রিপোর্টে প্রকাশ ৷

পিঠের নীচের অংশের ব্য়থায় জানুয়ারিতে সিডনি টেস্টের মাঝপথেই হাসপাতালে ছুটতে হয়েছিল ভারত অধিনায়ক বুমরাকে ৷ অবশ্য 32 উইকেট নিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ কিন্তু ভারতকে সিরিজ হারতে হয় 1-3 ব্যবধানে এবং সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকেও ছিটকে যায় তাঁরা ৷

আরও পড়ুন:- যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি রাশিয়া, তবে দিলেন কিছু শর্ত

পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে ডানহাতি পেসারকে রাখা হলেও চূড়ান্ত দল থেকে সরিয়ে নেওয়া হয় তাঁকে ৷ আপাতত বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের মধ্যে রয়েছেন বুমরা ৷ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, সেন্টার অফ এক্সেলেন্সের সবুজ সংকেতের অপেক্ষায় ভারতীয় পেসার ৷ তবে যা পরিস্থিতি তাতে এপ্রিলের শুরুর দিকের আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিতে পারবেন না স্পিডস্টার ৷

ঠিক কতগুলি ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে 2025 আইপিএলের শুরুতে বুমরা খেলতে পারবেন না, তা অবশ্য জানা যায়নি রিপোর্টে ৷ তেমনই স্পিডস্টারের মুম্বই শিবিরে যোগ দেওয়ার স্পষ্ট দিনক্ষণও উল্লেখও নেই সেখানে ৷ 23 মার্চ আইপিএলের প্রথম ম্য়াচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁদের মাঠে খেলবে মুম্বই ৷ 29 মার্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্য়াচটিও অ্যাওয়ে ৷

31 মার্চ ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে প্রথম হোম ম্য়াচ খেলবে ‘পল্টন’রা ৷ ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী সেই ম্য়াচে বুমরার খেলার সম্ভাবনা খুব কম ৷ বুমরা ছাড়া মুম্বই পেস বোলিংয়ে বিকল্প হিসেবে রয়েছেন ট্রেন্ট বোল্ট, রিস টপলি, করবিন বস্কের মতো বিদেশিরা ৷

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন