আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র ! জানুন কবে থেকে শুরু

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভূয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য। ভোটার তালিকায় ‘ভূতের বাসা’ রয়েছে বলে অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভূতের বাসা ভেঙে ভূয়ো ভোটার দূর করতে এবার আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র। এই সংযুক্তিকরণের বিষয়ে মঙ্গলবার বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

কেন পাসপোর্ট, আধার কার্ডের মতো ভোটার কার্ডের (এপিক) ‘ইউনিক’ নম্বর থাকবে না? এই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়টি নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইনসচিব।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক দলগুলির মতামত জানাতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। এই মতামতের পরেই এপিক-আধার সংযুক্তিকরণের বিষয়ে ‘নীতিগত’ সিদ্ধান্ত নিতে পারে কমিশন। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন