কলকাতা ESIC তে কর্মী নিয়োগে চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের যে সকল চাকরী প্রার্থীরা চাকরির জন্য একটি বড়ো সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য রইল একটি বিশাল খুশির খবর। কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন (ESIC) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগে করতে চাইছে। তাই আপনি যদি এই পদ গুলিতে আবেদন করতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।

ESIC Kolkata Recruitment 2025: বিবরণ

পদের নাম: সিনিয়ার রেসিডেন্ট (ক্লিনিক্যাল), সিনিয়ার রেসিডেন্ট (নন ক্লিনিক্যাল), সিনিয়ার রেসিডেন্ট (GDM)

শূন্যপদের সংখ্যা: সিনিয়ার রেসিডেন্ট (ক্লিনিক্যাল) –  ২৮ টি সিনিয়ার রেসিডেন্ট (নন ক্লিনিক্যাল) – ১৭ টি সিনিয়ার রেসিডেন্ট (GDM) – ০২ টি

মাসিক বেতন: সিনিয়ার রেসিডেন্ট (ক্লিনিক্যাল) – ১,৪৪,৬০৭/- টাকা সিনিয়ার রেসিডেন্ট (নন ক্লিনিক্যাল) – ১,৪৪,৬০৭/- টাকা সিনিয়ার রেসিডেন্ট (GDM) – ESIC এর নিয়ম অনুযায়ী

আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন

কী কী যোগ্যতা প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা: কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন (ESIC) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমডি/ ডিএনবি/ বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স সীমা: ১৮ থেকে ৪৫

কিভাবে আবেদন করবেন

যে সকল যুবক যুবতীরা এই পদ গুলিতে আবেদন করতে চাইছেন, তাদের বলে রাখি যে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো অনলাইন বা অফলাইন ফর্ম জমা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউর দিন নিজের সমস্ত ডকুমেন্ট গুলির হার্ড কপি ও জেরক্স কপি একত্রিত করে উপস্থিত হলেই হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন

প্রয়োজনীয় ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, বয়সের প্রমাণ পত্র, পাসপোর্ট সাইজ ফটো, জাতি গত সার্টিফিকেট, ইত্যাদী

ইন্টারভিউর তারিখ: সিনিয়ার রেসিডেন্ট (ক্লিনিক্যাল) – ১৮/০৩/২০২৫ তারিখে। সিনিয়ার রেসিডেন্ট (নন ক্লিনিক্যাল) – ১৯/০৩/২০২৫ তারিখে। সিনিয়ার রেসিডেন্ট (GDM) – ১৮/০৩/২০২৫ তারিখে।

ইন্টারভিউর স্থান: At Academic Block2nd Floor of ESI-PGIMER & ESIC Medical College

কিভাবে নির্বাচন করা হবে

কলকাতা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন (ESIC) নিয়োগ ২০২৫ এর জন্য প্রার্থীদের সিলেক্ট করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট esic.gov.in

 

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন