Bangla News Dunia, দীনেশ :- হরিয়ানার এক বিজেপি নেতাকে একটি দোকানের ভেতরে গুলি করে হত্যা করল তাঁরই প্রতিবেশী! শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত এলাকায়। মৃতের নাম সুরেন্দ্র জওহর। জানা গিয়েছে, অভিযুক্ত মনু অন্তত ২ টি গুলি চালায় সুরেন্দ্রকে লক্ষ্য করে।
আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?
ঘটনাটি ঘটে রাত ৯.৩০ টা নাগাদ। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে, মনু সুরেন্দ্রর মাথায় একটি বন্দুক তাক করে তাঁকে ঠেলে একটি দোকানের ভেতর ঢুকিয়ে দেয়। এদিকে সুরেন্দ্র, ‘মেরে ফেলল, মেরে ফেলল’ বলে চেঁচাতে থাকে। সেখানে উপস্থিত কিছু লোক মনুকে আটকানোর চেষ্টা করলেও সে গুলি চালিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেন্দ্রর। সূত্রের খবর, জমি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। মৃতেদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন
আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন