Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গরমে ঝড়ে যাচ্ছে চুল ! দিন দিন তাপমাত্রার পারদ চড়তে না চড়তেই একটি বড় সমস্যা বাড়ছে। ঠান্ডায় কিছুটা কম থাকলেও, গরম পড়তেই চুল বেশি বেশি ঝড়তে শুরু করে দেয়। এই সকল সমস্যার সম্মুখীন অনেককে হতে দেখা যায়। কিন্তু চুলে শ্যাম্পু করার পর দিন থেকেই আবারও যা তাই হয়ে যায়। কারণ ছত্রাক সংক্রমণ বা খুশকি হলো চুল পড়ার অন্যতম কারণ। এছাড়াও ঠিক মতো চুলের যত্ন না করা।
এবার দেখুন কিছু ঘরোয়া টিপস ——
১. আপনার মাথার চুল খুব বেশি তেল তেলে হলে সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন শ্যাম্পু করলে উপকার পাবেন।
২. দেখুন আপনি অনেকদিন খাবার না খেলে দুর্বল হয়ে পড়েন, তেমন চুলে তেল না দিলে চুলও প্রাণহীন হয়ে যায়। তাই সপ্তাহে ২ দিন করে রাতে মাথায় হালকা করে তেল ম্যাসেজ করুন। তারপর পর দিন সকালে অল্প শ্যাম্পু করে নিন। কিছুটা হলেও এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন।
৩. রোজকার কাজের চাপে বা সময়ের অভাবে ঠিক মত চুল আঁচড়াতে পারেন না। তবে সময় করে দিনে ১ বার চুল আঁচড়ানো উচিত। তাহলে চুলে ঘাম জমতে পারে না আর চুলও ভালো থাকে।
আরো পড়ুন :- কোন প্রাণী বাড়িতে রাখলে সুখ আসে আর কোনটাতে অশান্তি ? দেখুন বিস্তারিত
৪. আর অবশ্যই দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করতে হবে আর পর্যাপ্ত জল আর খাবার খেতে হবে।
এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. গরমে ঝড়ে যাচ্ছে চুল !
2. এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন
#Hair #Health