Bangla News Dunia, Pallab : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card Loan) প্রকল্প চালু করেন। যার মূল উদ্দেশ্য হলো, টাকার অভাবে উচ্চ শিক্ষা থেকে যাতে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা পিছিয়ে না পরে, এর জন্য আর্থিক সাহায্য করা।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন (Student Credit Card 10 Lakh Loan Amount) দিয়ে থাকে। এই স্কিমের মাধ্যমে বার্ষিক 4 শতাংশ সুদের হারে পড়ুয়ারা লোন (Student Credit Card Loan Interest) পেয়ে থাকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কি?
আর্থিক সমস্যার কারনে উচ্চ শিক্ষা থেকে যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়, এরজন্য পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কত টাকা লোন (Loan Amount) পাওয়া যায়?
পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন (Loan) পাওয়া যায়।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড সুদের হার কত?
পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে থাকেন। পড়ুয়ারা এই টাকা 4 শতাংশ সরল সুদে পেয়ে থাকেন। এছাড়াও পড়ুয়া যদি পড়াশোনা চলাকালীন সুদের টাকা পরিশোধ করে তাহলে 1 শতাংশ সুদের হার ছাড় পাবেন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন শোধ করার সময়সীমা?
পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে 10 লক্ষ টাকা লোন পরিশোধের সর্বোচ্চ সময়সীমা 15 বছর পর্যন্ত থাকবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনের শর্ত কি?
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য পড়ুয়াকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করা থাকতে হবে। আবেদনকারী পড়ুয়াকে সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে কোনো কোর্স বা ক্লাসে ভর্তি থাকতে হবে।
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কে যোগ্য?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি যারা স্বীকৃত বিদ্যালয় কিংবা মাদ্রাসা থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাঠরত। এর পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, পেশাগত, ডিপ্লোমা ও পোস্ট-ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্সে অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা এই ঋণের (Loan) জন্য যোগ্য রয়েছে। এছাড়াও আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে লোনের জন্য। এই ঋণের মাধ্যমে শিক্ষার্থীরা কোর্স ফি, হোস্টেল ফি ও অন্যান্য শিক্ষাগত খরচ কভার করতে পারবেন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?
পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে লোন পাওয়ার জন্য সর্বোচ্চ 40 বছর বয়স থাকতে হবে আবেদনকারী পড়ুয়ার। একজন শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন কিংবা কোর্স চলাকালীন যেকোনো সময় এই লোনের (Student Loan 2025) জন্য আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে লোন পাওয়া যাবে কি?
হ্যাঁ পাবেন, পশ্চিমবঙ্গের স্বীকৃত বোর্ডের স্কুলে দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করুন কিংবা ভারতের যেকোনো রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই ঋণের(Loan) জন্য আবেদনের যোগ্য। এছাড়াও ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন বা UPSC, SSC, PSC প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে ভর্তি হলেও এই লোনের (Loan Apply) জন্য আবেদন করা যাবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত থাকতে হবে?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প 2021 সালে চালু হয়। এই প্রকল্পে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। এখানে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ সরকারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে লোন নিতে গেলে, পরিবারের বার্ষিক আয়ের কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সীমা উল্লেখ নেই।
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
1) আবেদনকারী ও সহ-আবেদনকারীর (মা/বাবা/আইনি অভিভাবক) কালার পাসপোর্ট সাইজের ফটো।
2) আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
3) আবেদনকারী ও সহ-আবেদনকারীর(মা/বাবা/আইনি অভিভাবক) সিগনেচার।
4) আবেদনকারী পড়ুয়ার আধার কার্ডের জেরক্স ও শিক্ষার্থীর মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স।
5) অভিভাবকের ঠিকানার প্রমাণপত্রের জেরক্স ও মোবাইল নম্বর।
6) শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি-সংক্রান্ত নথির জেরক্স।
7) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র বা জেরক্স।
8) আবেদনকারী শিক্ষার্থী ও অভিভাবকের প্যান কার্ডের জেরক্স (যদি না থাকে, তবে নির্দিষ্ট ফরম্যাটে অঙ্গীকারপত্র)।
9) আবেদনকারী ও সহ-ঋণগ্রহীতার ব্যাংকের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন মঞ্জুর(Approved) হয়েছে কিনা কিভাবে জানবেন?
পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা সর্বোচ্চ 10 লক্ষ টাকা লোন পেয়ে থাকেন। আবেদনকারী শিক্ষার্থীর লোন এপ্রুভ হয়েছে কিনা, তা আপনি রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও জিমেইলে মেসেজ পেয়ে যাবেন। এছাড়াও যখন আপনার Loan Approved হয়ে যাবে, যে ব্যাঙ্ক সিলেক্ট করবেন সেই ব্যাঙ্ক আপনাকে Student Credit Card দিবে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কোনো স্কলারশিপে আবেদন করলে কিংবা স্কলারশিপ টাকা পেলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করা যাবে?
হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা ঐক্যশ্রী স্কলারশিপ বা অন্য কোনো স্কলারশিপে আবেদন করে থাকেন কিংবা টাকা পাচ্ছেন। সেক্ষত্রেও আপনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে লোন নিতে পারবেন ও আবেদন করতে পারবেন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে লোন কতদিনে পাওয়া যায়?
পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে মাধ্যমে ছাত্র ছাত্রীরা সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে থাকেন। এরজন্য অবশ্যই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন হয়ে গেলে ব্যাংক থেকে ভেরিফিকেশন করা হবে সবকিছু ঠিকঠাক থাকলে সর্বনিম্ন 7 দিন ও সর্বোচ্চ 45 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। তবে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে ব্যাঙ্কের অভ্যন্তরীণ কাজে কিংবা কাগজ পত্র যাচাই এর ক্ষেত্রে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের হেল্পলাইন নাম্বার?
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে কেনোরকম প্রশ্ন থাকলে সরাসরি কল করুন ✆ 1800-102-8014 এ নাম্বারে আর সকল উত্তর জেনে নিন। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের [email protected] অথবা [email protected] এই জিমেইল আইডিতে আপনি আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন ও উত্তর পেয়ে যান।