সাবধান! সিকিমে ঘুরতে যাওয়ার আগে এই কাজটি করতেই হবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

North-Sikkim

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার সিকিমেও প্রবেশের জন্য পর্যটকদের জন্য কর দিতে হবে। মার্চ মাসের মধ্যেই এই তারিখ নির্ধারণ করা হবে। দ্রুত এই তারিখ জানিয়ে দেওয়া হবে। বিগত বছরগুলিতে বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিম। হড়পা বান থেকে শুরু করে ধস, সবেতেই ব্যাপক ক্ষতি হয়েছে সিকিমের পর্যটনে। সেই কথা মাথায় রেখে পর্যটন ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থে ভুটানের পথে হাঁটতে চলেছে পাহাড়ি রাজ্যটি।

মাথাপিছু ৫০ টাকা করে কর ধার্য করল সিকিম সরকার। চলতি মাস থেকেই এই কর ধার্য হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান সচিব সি.এস. রাও। বৃহস্পতিবার রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, সিকিম রেজিস্ট্রেশন অফ ট্যুরিস্ট ট্রেড রুলস ২০২৫ এর অধীনে এখন থেকে সিকিমে ঘুরতে যাওয়া প্রত্যেক পর্যটককে মাথা পিছু দিতে হবে ৫০ টাকা করে কর।

আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন

সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান সচিব সি.এস. রাও জানান, চলতি বছরের মার্চ মাস থেকেই পর্যটকদের ওপর কর ধার্য করার কাজ শুরু হবে। রাজ্য সরকারের লক্ষ্য হল, আদায়কৃত করের অর্থে সড়ক যোগাযোগ উন্নত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যটনের পরিকাঠামোর উন্নয়ন করা। যাতে পর্যটকরা সাচ্ছন্দে ঘুরতে পারেন সিকিমে, তা নিশ্চিত করা।

বছরের নীচে থাকা পর্যটকদের ও সরকারি কাজে যাওয়া ব্যাক্তিদের এই কর দিতে হবে না। হোটেলে ঢোকার সময়ই পর্যটকদের কাছ থেকে কর আদায় করবে হোটেল কর্তৃপক্ষ। ৫০ টাকা কর দিলে পর্যটকরা এক মাসের জন্য সিকিম ঘুরে দেখতে পারবেন। যদি কোনও পর্যটক রাজ্য ছেড়ে চলে যাওয়ার পর  একই মাসের মধ্যে পুনরায় প্রবেশ করেন, তাহলে তাঁদের আবদেন কর দিতে হবে। সিকিমে থাকাকালীন হোটেল পরিবর্তন করলেও নতুন করে ৫০ টাকা কর দিতে হবে না তাঁদের।

উল্লেখ্য, গত অর্থবর্ষে সিকিমে সাড়ে ৬ লক্ষ পর্যটক এসেছিল বলে সূত্রের খবর। এর মধ্যে ১ লক্ষ ৩০ হাজারই বিদেশি পর্যটক। ফলে এই বিপুল সংখ্যক পর্যটকদের থেকে ভাল সংখ্যায় রাজস্ব আদায় হবে বলে মনে করছে সিকিম প্রশাসন। যা রাজ্যের পর্যটন পরিকাঠামোর উন্নয়নে ব্য়য় করা হবে বলে জানা গিয়েছে। এবার এই প্রভাব পর্যটনমহলে কীভাবে পড়ছে তা দেখতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন