ফের বন্ধ ৫০,১০০ ও ২০০ টাকার নোট ! কী করতে হবে ? জেনেনিন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কিছুদিন আগেই ভারত সরকার পুরনো নোট বাতিল করে নতুন নোট ছাপিয়ে ছিলেন। যার ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে পুরনো নোট বাতিল করতে সাধারণ মানুষ বেশ হয়রানির শিকার হয়েছে। বর্তমানে পুনরায় পুরনো নোট বাতিল করে বাজারে ৫০, ১০০ এবং ২০০ টাকার নতুন নোট আসতে চলেছে। এই খবর আসামাত্রই যাদের কাছে পুরনো ৫০, ১০০, ২০০ টাকার নোট রয়েছে তারা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। অনেকে চিন্তিত তাদের কষ্টের সঞ্চিত টাকা হঠাৎ বাতিল হয়ে গেলে আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। তাই আজকের প্রতিবেদনে ভারত সরকারের ৫০, ১০০, ২০০ টাকার নোট বাতিল সংক্রান্ত যে খবর উঠে এসেছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

নিম্নে আজকের প্রতিবেদনে সত্যিই কি পুনরায় ৫০, ১০০, ২০০ টাকার নোট বাতিল হতে চলেছে? বাতিল হলে কবে থেকে তা কার্যকরী করা হবে? নোট বাতিল হওয়ার পর পুরনো নোট গুলির কি করা হবে? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

আরবিআই (RBI) হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যার পূর্ণ রূপ হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি ভারতের ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা এবং তত্ত্বাবধান করার জন্য দায়ী। আরবিআই ভারতের মুদ্রানীতি নির্ধারণ করে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে। ১৯৩৫ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর মুম্বাইয়ে অবস্থিত। শীঘ্রই নতুন আরবিআই গভর্নর পদে নিযুক্ত হতে চলেছে সঞ্জয় মালহোত্রা।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন.

সঞ্জয় মালহোত্রা নিযুক্ত হবার পর নতুন নোট প্রকাশ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে সর্বত্রে। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরবিআই গভর্নর পদে নিযুক্ত হওয়ার পর সঞ্জয় মালহোত্রা ‌পুরানো ৫০, ১০০, ২০০ টাকার নোট বাতিল করে নতুন নোট ছাপাতে চলেছে। তবে এই খবরটি পুরোপুরি সত্য নয়। আসলে, রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্বে কোনও নতুন গভর্নর এলে, তাঁর সাইন দিয়ে নতুন নোট প্রকাশ করা হয়। এটাই কেন্দ্রীয় এই ব্যাঙ্কের নিয়ম। তাই আরবিআই নতুন গভর্নরের পদে নিযুক্ত হবার পর রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিছু নতুন নোট ছাপতে চলছে। তবে এই নতুন নোট ছাপার ফলে আপনাদের পুরানো ৫০, ১০০, ২০০ টাকার নোট নিয়ে চিন্তা করবেন না।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন