Bangla News Dunia, Pallab : দেশ জুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার। বিশেষজ্ঞরা মনে করছে, এই নতুন কমিশনের ফলে শিক্ষকদের বেতন প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে পারে। এমনকি কেন্দ্র সরকার ২০২৬ সালে এই কমিশন কার্যকর করার পরিকল্পনা করেছে।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন, এই কমিশন লাগু হলে শিক্ষকদের বেতন ঠিক কতটা পরিমাণে বাড়বে? নতুন বেতন স্কেল কী হবে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।
শিক্ষকদের বেতন কি সত্যিই বাড়বে?
বর্তমান সময়ে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ও প্রাথমিক শিক্ষকদের বেতন রাজ্য সরকারের নির্ধারিত পে স্কেলের উপর নির্ভর করে। উদাহরণ হিসাবে উত্তর প্রদেশের প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল ৯৩০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকা। সঙ্গে গ্রেড পে দেওয়া হয় ৪২০০/- টাকা।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
সেই হিসেবে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ৫৩,৪০০/- টাকা পর্যন্ত হয়। নতুন বেতন কমিশন চালু হলে শিক্ষকদের বেতন ২৫ থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে সূত্রের খবর।
ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তন
বিশেষজ্ঞরা মনে করছে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬ থেকে ২.৮৫ এর মধ্যে নির্ধারণ করা হতে পারে। নতুন বেতন কমিশন গঠিত হলে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা হয়, তাহলে ন্যূনতম মূল বেতন হতে পারে ৫১,৪৮০/- টাকা। অর্থাৎ, শিক্ষক-শিক্ষিকাদের মাসিক বেতন বর্তমানের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে।