হুথি ঘাঁটি গুঁড়িয়ে হুঙ্কার ট্রাম্পের, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যেমন বলা, তেমন কাজ। লোহিত সাগরে দীর্ঘদিন ধরে অশান্তি ছড়াচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এবার তাদের উপর চরম হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। রিপোর্ট অনুযায়ী, এই হামলায় অন্তত ২৪ জন হুথি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘নরক নামিয়ে আনবেন’। তাতে কাজ না হওয়ায় এবার সরাসরি হামলার পথে গেল আমেরিকা।

এই লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে জলপথের মূল রাস্তা এই লোহিত সাগর। এই পথে গিয়ে, তারপর সুয়েজ খাল বরাবর যাতায়াত করে পণ্যবাহী জাহাজগুলি। এই রুট নিলে এশিয়া, দক্ষিণ ও মধ্য আফ্রিকা, অস্ট্রেলিয়ার দিক থেকে ইউরোপে ‘শর্টকাটে’ যাতায়াত করা যায়। কিন্তু এই এলাকাতেই বারবার পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর ফলে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ে বিশ্বজুড়ে।

আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন

ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অবিলম্বে ইরানকে হুথিদের সমর্থন করা বন্ধ করার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কোনও ধরনের হামলায় ভয়ঙ্কর পরিণতি হবে।

গত জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হন। তারপর থেকে এই প্রথম মধ্যপ্রাচ্যে এত বড় মার্কিন সামরিক অভিযান।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলায় ইয়েমেনের রাজধানী সানায় প্রায় ১৩ জন এবং উত্তরের সাদা প্রদেশে প্রায় ১১ জন নিহত হয়েছেন। জখম প্রায় ২৩ জন।

হুথিরা যদিও এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করছে। পাল্টা ‘জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।।

সূত্রের খবর, লোহিত সাগরে আমেরিকার ‘হ্যারি এস ট্রুম্যান রণতরী’ থেকে মার্কিন যুদ্ধবিমান টেক অফ করেছিল। তার মাধ্যমেই হামলা চালানো হয়।

সানার বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো ভূমিকম্প মনে হচ্ছিল। হুথিদের ঘাঁটি যে বিল্ডিংয়ে, তাতেই মিসাইল ফেলে মার্কিন যুদ্ধবিমান।

রবিবার ভোরে সম্প্রচারিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী জানিয়েছে, সাদার দাহিয়ানে একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। এর ফলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন