Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্মার্টফোন হটাৎ করে এমন অদ্ভুত সব আচরণ করতে থাকে যে মনে হয় হ্যাক হয়ে গিয়েছে। সাধারণ ভাবে বেশ কয়েকটি লক্ষণ দেখলে মোবাইল হ্যাক হয়েছে কি না, সে সম্পর্কে আন্দাজ পাওয়া যেতে পারে।
ফোন হ্যাক হলে তাতে ব্যাটারি খরচ অস্বাভাবিক বেড়ে যায়। কারণ, হ্যাক হলে ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকারক সফটওয়্যার চলতে পারে। একটানা ব্যবহার করলে স্মার্টফোন গরম হয়ে যায়। এটা স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি ধারাবাহিকভাবে ফোন গরম থাকা ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার চলারও লক্ষণ হতে পারে।
আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন
কোনও ফোন হ্যাক হলে তাতে ডেটা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এতে বুঝতে হবে ফোন ইউজ়ারের অজান্তেই তৃতীয় পক্ষের কাছে তথ্য পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি কোনও ফোন হ্যাক করা হলে দেখা যাবে, কোনও কোনও অ্যাপ নিজে থেকেই খুলে যাচ্ছে, বা অন্যের কাছে আপনাআপনিই মেসেজ কিংবা ফোন চলে যাচ্ছে, যদি এমন অভিযোগ পান, তা হলে বুঝে নিতে হবে, ফোন হ্যাক হয়েছে।
এ ছাড়াও ফোন হ্যাক হলে পপ আপ এবং বিজ্ঞাপনের পরিমাণ আচমকা বেড়ে যায়। এমনকী কোনও ব্রাউজ়ার ব্যবহার না করলেও এমনটা হতে পারে। এটাকে অ্যাডওয়্যার সংক্রমণের লক্ষণ বলে ধরা হয়। এমনও হতে পারে আপনার ফোনে অচেনা অ্যাপ আপনাআপনিই ডাউনলোড হতে শুরু করল। যদি এটা হতে থাকে, তবে সেটাও ফোন হ্যাক হওয়ার অন্যতম লক্ষণ।
ধরুন, একদিন দেখতে পেলেন আপনার ফোন আচমকা স্লো হয়ে গিয়েছে, তা হলে তা ম্যালওয়্যার হগিং রিসোর্সের হতে পারে। সর্বশেষ যে বিষয়টি হলে হ্যাক হওয়ার সম্ভবনা প্রবল ধরে নেওয়া হয়, তা হলো, প্রিমিয়াম পরিষেবা বা আন্তর্জাতিক কলের জন্য চার্জ অনেকটা বেড়ে যাওয়া।
আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন
আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন