Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আধার কার্ড ও প্যান কার্ডের মত আপার কার্ডও (Apaar Card) এক দরকারি নথিপত্র হিসাবে পরিলক্ষিত হচ্ছে দিন প্রতিদিন। এই নথি কাদের জন্য? আর কি কি কারণে বা কারা এই কার্ডের মাধ্যমে সুবিধা পাবে? সেই সকল তথ্য জেনে নেওয়ার চেষ্টা করতে চলেছি আমরা এই প্রতিবেদনে। কেন্দ্রীয় সরকারের (Government of West Bengal) তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, আরেকটি নতুন পরিচয় পত্র এবার থেকে দরকারি নথি হিসেবে বিবেচিত হবে। Apaar এর পুরো নাম হল Automated Permanent Academic Account Registry.
আপার কার্ড আবেদন প্রক্রিয়া ও প্রধান সুবিধাগুলি
জাতীয় শিক্ষানীতি (NEP 2025) এবং এক দেশ এক আইডি (One Nation One ID) এই হিসেবে এই নতুন নথিপত্র বিশেষ করে পড়ু্য়াদের জন্য আনা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে পড়ুয়াদের জন্য অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক একাউন্ট রেজিস্ট্রেশন কার্ড নামক নতুন কার্ড চালু করার কথা ঘোষণা করা হয়েছে। স্কুল এডমিশনের ক্ষেত্রে এছাড়া চাকরি ও অন্যান্য যে কোন সরকারি ক্ষেত্রে আধার কার্ডের মত নেই এই কার্ড এবার থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য করা হবে। এই কার্ডে পড়ুয়ার শিক্ষা জীবনের সম্পূর্ণ নথি আপলোড করা থাকবে।
আরও পড়ুন:- 3 বছরেও চালু হল না মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘পথক্ষণিকা’ প্রকল্প, কারণ কি ?
আপার কার্ড কেন গুরুত্বপূর্ণ?
ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, পড়ুয়াদের APAAR Card তৈরি করানোর পদক্ষেপ নেওয়া যাতে শুরু করে দেওয়া হয়। এই কার্ড তৈরির জন্য পড়ুয়াদের কোন বাধ্য বাধকতা নেই। পড়ুয়ারির অভিভাবকদের সম্মতি না থাকলে এই কার তারা নাও করতে পারেন। পড়ুয়া এবং অভিভাবকদের সম্মতিতেই পড়ুয়াদের জন্য এই নতুন নথিপত্র তৈরি করা হবে।
আপার কার্ড কিভাবে পাবেন?
যে সমস্ত অভিভাবকরা পড়ুয়াদের জন্য এই কার্ড তৈরীর জন্য সম্মতি দেবেন সেই সমস্ত পড়ুয়াদের কাছ থেকে তাদের ওজন, উচ্চতা, রক্তের গ্রুপ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। এই সব তথ্য আপলোড করতে হবে ইউডিআইএসই পোর্টালে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, আগামী ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে নতুন এই কার্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।
আপার কার্ড সুবিধা ও আবেদন প্রক্রিয়া
১) এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সহজে যাচাই করা যাবে।
২) বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই কার্ড ব্যবহার করা যেতে পারে।
৩) শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন পরিচয়পত্র হিসেবে কাজ করবে। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদের শিক্ষা জীবনের সম্পূর্ণ গ্রাফ নথিভুক্তকরণে এবং শিক্ষা জগতে বিশেষ ভূমিকা পালন করবে এই APAAR Card এমনটাই মনে করছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন
আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?