Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা । সোমবার সকালে 16 নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ ও কর্মী । আহত হয়েছেন আরও 5 জন। পথ দুর্ঘটনায় আহতরা রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেন ৷ রাস্তা ভেসে যাচ্ছে রক্তে ৷ সংঘর্ষের তীব্রতার জেরে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জে অবস্থিত ভারত সেবা সংঘ থেকে একটি ম্যাটাডোর পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেয়। চারচাকা গাড়িতে ভারত সেবা সংঘের একাধিক সদস্য। আজ সকালে বাগনান লাইব্রেরি মোড়ে আসতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেনে চলে যায় ৷ ঠিক সেই সময় উল্টোদিক থেকে আসছিল বালিবোঝাই একটি লরি ৷ তৎক্ষণাৎ দ্রুতগতি লরির সঙ্গে ম্যাটাডোের সংঘর্ষ হয় ৷ সেইসময় দাঁড়িয়ে থাকা আরও একটি প্রাইভেট গাড়ি ম্যাটাডোরটির পিছনে ধাক্কা মারে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন ভারত সেবা সংঘের সন্ন্যাসী স্বামী সুভাষ মহারাজ এবং সংঘের আরও এক কর্মী। তাঁদের দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন 5 জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:- 3 বছরেও চালু হল না মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘পথক্ষণিকা’ প্রকল্প, কারণ কি ?
ভারত সেবা সংঘের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। সংঘের এক মুখপাত্র বলেন, “আমরা অত্যন্ত শোকাহত। শুভঙ্করানন্দ মহারাজে (55) অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি। আমাদের কর্মী সেবক বাসুদেবেরও (60) মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ । আমরা আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি ।”
আহতদের মধ্যে রয়েছেন ম্যাটাডোর এবং প্রাইভেট গাড়ির যাত্রীরা। তাঁদের মধ্যে কয়েকজন মাথায় ও শরীরের নানা জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। যানজট নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। দেহ দু’টি উলুবেড়িয়া মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ম্যাটাডোর চালক সম্ভবত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন অথবা গাড়ির ব্রেক ফেল করেছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই জাতীয় সড়কে রাতের বেলায় অতিরিক্ত গতিতে লরি চলাচল করে এবং বারবার দুর্ঘটনার ঘটে। তদারকি নেই বললেই চলে। তাঁরা দ্রুত এই অঞ্চলে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। এদিকে, দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন
আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?